প্রতিনিধিত্বমূলক ছবি।
দিল্লি বিমানবন্দরে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠল। ব্যাঙ্কক থেকে লন্ডন যাওয়ার পথে দিল্লিতে নেমেছিলেন ব্রিটিশ নাগরিক। অভিবাসন কাউন্টারে নথি পরীক্ষা না করিয়েই পালিয়ে গিয়েছেন তিনি। পলাতক ব্রিটিশ নাগরিকের খোঁজে রাজধানীতে তল্লাশি চলছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই ব্যক্তির নাম ফিটজ় প্যাট্রিক। গত ২৮ অক্টোবর তিনি এয়ার ইন্ডিয়ার এআই ৩৩৩ বিমানে ব্যাঙ্কক থেকে দিল্লি পৌঁছোন। লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। বিমানবন্দরের এক সূত্র নিউজ ১৮-কে জানিয়েছেন, ওই দিন দুপুর ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ৩৩৩ বিমানটি নামে। ব্রিটিশ নাগরিক প্যাট্রিকের লন্ডন যাওয়ার বিমান ধরার কথা ছিল। সেটি দুপুর ২টো ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু কোনও কারণবশত সেই বিমান তিনি ধরতে পারেননি। তিনি ট্রানজ়িট জ়োনে অপেক্ষা করছিলেন। নিয়ম অনুযায়ী যে সব বিদেশি যাত্রীর কাছে ভারতের ভিসা থাকে না, তাঁদের ট্রানজ়িট জ়োনে অপেক্ষা করতে হয়। ট্রানজ়িট জ়োনের বাইরে যাওয়ার অনুমতি থাকে না।
সূত্রের খবর, প্যাট্রিক ট্রানজ়িট জ়োনে সারা দিন অপেক্ষা করেন। রাত কাটান সেখানে। কিন্তু ২৯ অক্টোবর ট্রানজ়িট জ়োন থেকে সকলের নজর এড়িয়ে ইমিগ্রেশন অ্যারাইভাল এরিয়ায় পৌঁছে যান। সন্দেহ করা হচ্ছে, সেখানে অভিবাসন আধিকারিকদের নজর এড়িয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে যেতে সক্ষম হন। ট্রানজ়িট জ়োনে প্যাট্রিককে দেখতে না পেয়ে হুলস্থুল পড়ে যায়। তার পরই ব্যুরো অফ ইমিগ্রেশন, সিআইএসএফ, দিল্লি পুলিশকে পলাতক ব্রিটিশ নাগরিক সম্পর্কে অবগত করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ব্রিটিশ নাগরিকের খোঁজে তল্লাশি জারি। এক জন বিদেশি নাগরিক কী ভাবে বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন পালালেন প্যাট্রিক? কোথায় পালিয়ে গেলেন? কী উদ্দেশ্যে পালালেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।