সম্মানরক্ষা! বোনকে গুলি, খুন দেওরকে

হাসপাতালে কোমায় তরুণী। পুলিশ মূল অভিযুক্ত কর্ণ ও তার দুই সহযোগী রাজেশ ও অমিতকে গ্রেফতার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৩
Share:

প্রতীকী ছবি।

বাড়ির অমতে বিয়ে করেছিলেন বোন। ‘শাস্তি’ দিতে প্রথমে বোনকে লক্ষ করে গুলি চালায় দাদা। তার পরে শ্বাসরোধ করে খুন করে তাঁর দেওরকে।

Advertisement

হাসপাতালে কোমায় তরুণী। পুলিশ মূল অভিযুক্ত কর্ণ ও তার দুই সহযোগী রাজেশ ও অমিতকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, তদন্তে নেমে তারা জানতে পারে, কর্ণের বোনকে বিয়ে করেছেন অভিযোগকারী ওই যুবক। শুধু তা-ই নয়, মেয়েটির বাড়ির অমতে গিয়ে বিয়ে করার ‘অপরাধে’ তাঁদের পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কর্ণ স্বীকার করেছে, বোনের দেওরকে নিয়েই ঘটনাস্থলে গিয়েছিল তারা। পৌঁছেই প্রথমে সে বোনকে গুলি করে। তাঁর মাথায় গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়েন মেয়েটি। আর তার পর শ্বাসরোধ করে খুন করা হয় তরুণীর দেওরকে। শেষে ছেলেটির নিথর দেহে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তেরা। ধৃতদের বিরুদ্ধে খুন, অপহরণ, খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement