পালিয়ে বিয়ে করায় বোনকে জ্যান্ত পুড়িয়ে মারল ভাইয়েরা!

ঘর থেকে পালিয়ে বিয়ে করার মাশুল যে জীবন দিয়ে চোকাতে হবে ভাবতেই পারেননি মহিলা। নয় বছর আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন গ্রামেরই একটি ছেলেকে। তার পর কেটে গিয়েছে দীর্ঘ আট বছর। গত শুক্রবার বাপের বাড়িতে ভাইদের সঙ্গে দেখা করতে আসেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ১৭:৩৭
Share:

ঘর থেকে পালিয়ে বিয়ে করার মাশুল যে জীবন দিয়ে চোকাতে হবে ভাবতেই পারেননি মহিলা। নয় বছর আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন গ্রামেরই একটি ছেলেকে। তার পর কেটে গিয়েছে দীর্ঘ আট বছর। গত শুক্রবার বাপের বাড়িতে ভাইদের সঙ্গে দেখা করতে আসেন ওই মহিলা। কিন্তু তাঁর জন্য যে ভয়ানক পরিণতি করছিল তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। নয় বছর আগের পুষে রাখা রাগ তাঁর উপর উগড়ে দিয়েছিলেন বাপের বাড়ির লোকেরা। প্রথমে ভাইয়েরা সবাই মিলে তাঁকে ব্যাপক মারধর করেন। তার পর গ্রামের চৌরাস্তার মোড়ে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে মহিলার গায়ে আগুন ধরিয়ে দেন। পরে তাঁর দেহ লোপাটের জন্য ওই রাতেই গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে সত্কার করে দেন পরিবারের লোকেরা। রাজস্থানের ডুঙ্গরপুরের ঘটনা। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ২০০৬-এ এক রাজপুত পরিবারে বিয়ে হয়েছিল ওই মহিলার। কিন্তু বছর কাটতে না কাটতেই গ্রামেরই একটি ছেলের সঙ্গে পালিয়ে যান। তার পর বিয়েও করেন। বিয়ের আগে থেকেই ওই ছেলেটির সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা ভেবে শিউরে উঠেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement