BSF-BGB Meeting

বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়

গত কয়েক মাস ধরেই বাংলাদেশি সন্দেহে দেশের নানা প্রান্তে ধৃতদের বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০৬:৩৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

সীমান্তে ‘পুশব্যাক’ বিতর্কের মধ্যেই আগামী সোমবার থেকে ঢাকার পিলখানায় ডিরেক্টর জেনারেল পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এবং বিজিবি। আগামী ২৫-২৮ অগস্ট পর্যন্ত ওই বৈঠক চলবে। দু’পক্ষের মধ্যে শেষ এ ধরনের বৈঠক হয়েছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে।

গত কয়েক মাস ধরেই বাংলাদেশি সন্দেহে দেশের নানা প্রান্তে ধৃতদের বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই আবহে ঢাকায় ডিজি পর্যায়ের বৈঠকে বসতে চলেছে দু’দেশ। বৈঠকের আলোচ্যসূচিতে ‘পুশব্যাক’ সংক্রান্ত কোনও বিষয় না থাকলেও, নয়াদিল্লির আশঙ্কা, আলোচনায় বিষয়টি উঠতে পারে। চার দিনের ওই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধুরী ও বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেবেন বিজিবি-র ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।

ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশে পালাবদলের পরে ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয়তা বাড়িয়েছে। ওই গোষ্ঠীগুলি যাতে সন্ত্রাসের কাজে বাংলাদেশের জমি ব্যবহার করতে না পারে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করার প্রশ্নে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে কিছু স্থানে মতপার্থক্য রয়েছে দু’দেশের আধা সেনার। সেই সমস্যা দূর করতে পারস্পরিক আস্থাবর্ধক পদক্ষেপ করা হবে। এ ছাড়া, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের উপরে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা রোখা, আন্তঃসীমান্ত অপরাধ, সব ধরনের চোরাচালান রোখার মতো বিষয় নিয়েও আলোচনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন