মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১৭

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন মহিলা, ৬ জন পুরুষ এবং একটি শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। রবিরার সাতসকালের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০৯:৪৩
Share:

দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন মহিলা, ৬ জন পুরুষ এবং একটি শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। রবিরার সাতসকালের ঘটনা।

Advertisement

কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সুইফট গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়া এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে চালক টায়ার বদলাচ্ছিলেন। একটি ইনোভা গাড়িও সুইফটের পিছনে দাঁড় করানো ছিল। সেই সময় যাত্রিবোঝাই একটি বাস প্রচণ্ড গতিতে সাতারা থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। রায়গড়ের শিবকর গ্রামের কাছে এক্সপ্রেসওয়েতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সুইফট ও ইনোভা গাড়ি দু’টিকে ধাক্কা মেরে ১৫ ফুট নীচে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আওয়াজ শুনে দৌড়ে এসে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

Advertisement

আরও খবর...

বেশি প্রশ্ন করলেই আত্মহত্যা করব, পরীক্ষকদের হুমকি বিহারের ফার্স্ট বয়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন