Supreme Court

নাগরিকত্ব বিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে মুসলিম লিগ

সিএবি নিয়ে আইইউএমএল-এর তরফে শেষ পর্যন্ত, শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করা হলে, তা হবে ওই বিলের বিরুদ্ধে প্রথম আইনি যুদ্ধ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১২:২৪
Share:

সিএবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আইইউএমএল।

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ হওয়ার ২৪ ঘণ্টার ভিতর তা নিয়ে আইনি লড়াই শুরুর হুঁশিয়ারি দিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। এ বার ওই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে আইইউএমএল।

Advertisement

সিএবি নিয়ে আইইউএমএল-এর তরফে শেষ পর্যন্ত, শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করা হলে, তা হবে ওই বিলের বিরুদ্ধে প্রথম আইনি যুদ্ধ। যদিও, সংসদে সিএবি পাশ হলে তা নিয়ে আইনি লড়াই শুরু করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল আইইউএমএল। ওই দলটির নেতাদের অভিযোগ, সংবিধানে উল্লিখিত সমানাধিকারের বিরুদ্ধে ওই বিল।

গত কাল রাজ্যসভায় পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। মোট ২২৪ জন সাংসদের মধ্যে ওই বিলের পক্ষে ভোট দেন ১২৫ দন। বিপক্ষে ছিলেন ৯৯ জন। আর এই অঙ্কেই ওই বিল শেষ পর্যন্ত পাশ করিয়ে নেয় শাসকদল। যদিও, ওই বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। বিলটি নিয়ে মুসলিম সমাজ আতঙ্কিত বলে উদ্বেগ প্রকাশ করেন বহু বিরোধী সাংসদই। তবে, ওই বিলে মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যসভায় পাশ হওয়ার পর কোনও বিল আইনে পরিণত হতে রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষা। তার আগেই শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছে আইইউএমএল-এর।

Advertisement

আরও পড়ুন: ‘কেউ আপনাদের অধিকার কাড়বে না’, অশান্ত অসমকে শান্ত করতে টুইট প্রধানমন্ত্রীর​

আরও পড়ুন: কোনও রাজ্য বাদ যাবে না, মমতাকে চ্যালেঞ্জ অমিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন