মোদীর প্রচারে খোঁচা সিএজির

নরেন্দ্র মোদীর প্রচারের বেলুনে আলপিন ফুটিয়ে দিল সিএজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০৩:২৭
Share:

নরেন্দ্র মোদীর প্রচারের বেলুনে আলপিন ফুটিয়ে দিল সিএজি।

Advertisement

স্বচ্ছল পরিবারগুলিকে রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই আবেদনে দারুণ সাড়া মিলেছে বলে দাবি করেছিল মোদী সরকার। সরকারের প্রচার ছিল, ‘গিভ ইট আপ ক্যাম্পেন’ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ায় গত দু’বছরে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। কিন্তু সেই হিসেব নিয়েই এ বার প্রশ্ন তুলেছে সিএজি। তাদের অডিট রিপোর্ট বলছে, রান্নার গ্যাসে এই কারণে সাশ্রয়ের পরিমাণ ২ হাজার কোটি টাকারও কম। বাকি যে অর্থ সাশ্রয় হয়েছে, তা আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমে যাওয়ার জন্য গ্যাসের দাম কমার ফল।

গত বছরেই স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকেও ১৫ হাজার কোটি টাকা সাশ্রয়ের দাবি করেছিলেন। আজ কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি অভিযোগ করেন, ‘‘প্রধানমন্ত্রীকে অনুরোধ, উনি মিথ্যে প্রচার ছেড়ে দিন।’’ কংগ্রেসের দাবি, রান্নার গ্যাসের মতোই গ্রামীণ বৈদ্যুতিকরণ, জন ধন যোজনাতেও সরকারি প্রচারের বেশির ভাগটাই মিথ্যে। সিএজি-র রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়লেও পেট্রোলিয়াম মন্ত্রক দাবি করেছে, সরকারি হিসেবে কোনও ভুল হয়নি। কারণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পৌঁছে দেওয়ার ফলে ২০১৪-’১৫-য় ৩.৩৪ কোটি ভুয়ো সংযোগ বন্ধ হয়েছে। তাতে প্রায় ১৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। একই ভাবে গত অর্থবর্ষেও প্রায় ৬ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। ফলে সাশ্রয়ের অঙ্ক ২১ হাজার কোটি টাকারও বেশি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন