Google Map

গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে সটান খাদে পড়লেন মহিলা! মুম্বইয়ের অদূরে বিপত্তি

মহিলা জানিয়েছেন, মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন। পথে বেলাপুরের সেতুতে ওঠার কথা ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৪:৫১
Share:

খাদ থেকে টেনে তোলা হচ্ছে গাড়ি। ছবি: সংগৃহীত।

অচেনা রাস্তায় গুগল ম্যাপের উপরেই ভরসা রেখেছিলেন চালক। গুগল ম্যাপের নির্দেশ অনুসরণ করে গাড়ি চালিয়ে আবার বিপাকে পড়লেন এক মহিলা। এ বার নবি মুম্বইয়ে ঘটল সেই কাণ্ড। শুক্রবার ভোরে গাড়ি নিয়ে সোজা খাদে পড়লেন তিনি। ঘটনাটি নজরে পড়েছিল সমুদ্র নিরাপত্তারক্ষীদের। তাঁরা দ্রুত মহিলাকে উদ্ধার করেন। গাড়িটিও ক্রেন দিয়ে টেনে তোলা হয় খাদ থেকে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।

Advertisement

মহিলা জানিয়েছেন, মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন। পথে বেলাপুরের সেতুতে ওঠার কথা ছিল তাঁর। ওই মহিলা জানিয়েছেন, গুগল ম্যাপ তাঁকে সেতুতে ওঠার পরিবর্তে তার পাশের একটি রাস্তায় যাওয়ার নির্দেশ করে। সেই নির্দেশ মেনে সেতুর পাশের রাস্তা ধরে এগিয়ে খাদে পড়ে যায় তাঁর গা়ড়ি। ঘটনাটি চোখে পড়েছিল সেখানে উপস্থিত সমুদ্র নিরাপত্তারক্ষীদের। তাঁরা দ্রুত মহিলাকে উদ্ধার করেন খাদ থেকে। ক্রেন এনে তোলা হয় গাড়িও।

গত বছর নভেম্বরে উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিন বন্ধু। রাতের অন্ধকারে প্রবল গতিতে থাকা গাড়ি নির্মীয়মাণ সেতু থেকে ২০ ফুট নীচে পড়ে। তার জেরে মৃত্যু হয় তিন আরোহীর। ওই তিন জনই উত্তরপ্রদেশের মৈনপুরী, ফারুখাবাদের বাসিন্দা। তার আগে গত বছর জুন মাসে কেরলের কাসারাগোড়ে নদীতে পড়ে যায় আরও একটি গাড়ি। ভাগ্যক্রমে নদীস্রোতে কিছু দূর গিয়েই গাড়িটি একটি গাছের ডালে আটকে যায়। কোনও মতে প্রাণ রক্ষা হয় দুই আরোহীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement