ইন্দ্রাণীদের জেরা করার অনুমতি পেল সিবিআই

শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালককে ১৯ অক্টোবর পর্যন্ত জেরা করার অনুমতি পেল সিবিআই। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই অনুমতি দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০২:৫০
Share:

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং গাড়ির চালককে ১৯ অক্টোবর পর্যন্ত জেরা করার অনুমতি পেল সিবিআই। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই অনুমতি দেয়।

Advertisement

প্রায় মাস খানেক আগে মহারাষ্ট্র সরকার শিনা বরা হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। তার পরেই অভিযুক্ত তিন জনকে জেরা করার আর্জি জানিয়ে আদালতে যায় সিবিআই। তাদের যুক্তি ছিল, সদ্য মামলাটি হাতে নিয়েছে তারা। কাজেই অভিযুক্তদের জেরা করা প্রয়োজন। না হলে আগে তদন্তকারী অফিসারেরা যা তথ্য দেবেন তার উপরেই ভরসা করে তদন্তের কাজ সারতে হবে সিবিআইকে। বুধবার সেই আর্জি মঞ্জুর করল আদালত।

গত শুক্রবার অচেতন অবস্থায় জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে সদ্য মঙ্গলবারই জেলে ফিরেছেন তিনি। প্রথম থেকেই তাঁর চিকিৎসকেরা বলেছিলেন, অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন ইন্দ্রাণী। যদিও মঙ্গলবার রাতে একটি বয়ানে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তবে ইন্দ্রাণীর চিকিৎসকেরা তাঁদের অবস্থান থেকে সরে আসেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement