উত্তরপ্রদেশ, জম্মুতে হানা দিল সিবিআই

গত কাল জম্মু-কাশ্মীরে আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্সের চক্র সংক্রান্ত মামলায় শ্রীনগর, উধমপুর ও জম্মুর ১১টি এলাকায় তল্লাশি চালায় সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ ও জম্মু শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ০১:০২
Share:

ছবি: সংগৃহীত।

গত কাল সিবিআইয়ের তল্লাশি চলেছিল একশোরও বেশি জায়গায়। আজও জারি রইল হানা। নয়ডা, ইলাহাবাদ, বুলন্দশহর, ফতেপুর-সহ উত্তরপ্রদেশের ১২টি জায়গায় আজ তল্লাশি চলে।

Advertisement

অখিলেশ যাদব সরকারের আমলের খনি কেলেঙ্কারির তদন্তে প্রাক্তন খনিমন্ত্রী গায়ত্রী প্রজাপতি এবং চার আইএএস অফিসারের বিরুদ্ধে দু’টি আলাদা মামলা দায়ের করে সিবিআই। ধর্ষণে অভিযুক্ত গায়ত্রী অবশ্য এখন জেলে। অভিযুক্ত আমলাদের মধ্যে রয়েছেন খনি দফতরের তৎকালীন প্রিন্সিপাল সচিব জীবেশ নন্দন, তৎকালীন বিশেষ সচিব সন্তোষ কুমার, ফতেপুরের তৎকালীন জেলাশাসক অভয়কুমার ও দক্ষতা উন্নয়ন মিশনের বর্তমান ডিরেক্টর বিবেক। নন্দন এখন প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব। বাকিরা উত্তরপ্রদেশেই কর্মরত। প্রথম মামলার ঘটনা ২০১৪ সালের। সিবিআইয়ের দাবি, ই-টেন্ডারের নিয়ম ভেঙে নিজের প্রভাব খাটিয়ে শিব সিংহ ও সুখরাজ নামে দুই ব্যক্তির জন্য খনির লিজ় পুনর্নবীকরণ করে দিয়েছিলেন গায়ত্রী। এতে জড়িত ছিলেন জীবেশ, সন্তোষ ও অভয়। দ্বিতীয় মামলা বলছে, সারদা যাদব এবং ফুলবদন নিষাদ নামে দু’জনের লিজ় পুনর্নবীকরণের আর্জি আদালতে খারিজ করা সত্ত্বেও তা মঞ্জুর করেসরকার। এ ক্ষেত্রে অভিযুক্ত বিবেক। সিবিআই জানায়, অভয়ের বাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা মিলেছে।

গত কাল জম্মু-কাশ্মীরে আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্সের চক্র সংক্রান্ত মামলায় শ্রীনগর, উধমপুর ও জম্মুর ১১টি এলাকায় তল্লাশি চালায় সিবিআই। সূত্রের খবর, ওই ১১টি এলাকায় বেসরকারি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় হানা দেন গোয়েন্দারা। কেউ গ্রেফতার হয়নি। রাজস্থান পুলিশ জম্মু-কাশ্মীরে তৈরি বেশ কিছু ভুয়ো লাইসেন্সের খোঁজ পায়। তারা সিবিআইকে তদন্তভার দেয়। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের এক অফিসারের বিরুদ্ধে মামলার সূত্রে কাঠুয়াতেও তল্লাশি চলে। এই তল্লাশি নানা মামলায় সিবিআইয়ের দেশজোড়াঅভিযানেরই অঙ্গ।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন