National News

কাগজ কলে আর্থিক দুর্নীতি, সিবিআইয়ের এফআইআর

অসমের কাছাড় ও নগাঁও কাগজ কল দু’টি অনেকদিন ধরেই লাভের মুখ দেখছে না। বছর চারেক ধরে বন্ধ উৎপাদন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০১:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

হিন্দুস্তান পেপার কর্পোরেশনের চার শীর্ষকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। কাছাড় কাগজ কলে ৬৪ কোটি টাকার বাঁশ কেনায় দুর্নীতিতে তাঁরা জড়িত বলে অভিযোগ। অসমের কাছাড় ও নগাঁও কাগজ কল দু’টি অনেকদিন ধরেই লাভের মুখ দেখছে না। বছর চারেক ধরে বন্ধ উৎপাদন।

Advertisement

কেন এই লোকসান হল তা তদন্ত করছে সিবিআই। এর জন্য কিছু কর্তাব্যক্তিকে প্রাথমিক তদন্তে তারা চিহ্নিত করেছে। তাঁরা হলেন, প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এমভিএন রাও, ডিরেক্টর (অপারেশনস) এস এন ভট্টাচার্য, ডিরেক্টর (ফিনান্স) অমিতাভ ভট্টাচার্য এবং কোম্পানি সেক্রেটারি এল আর একনাথ। এফআইআরে নাম রয়েছে কাছাড় পেপার মিলের প্রাক্তন চিফ এগজিকিউটিভ প্রতাপ গোস্বামী, ভারপ্রাপ্ত চিফ এগজিকিউটিভ টি আর গৌড়ারও। অভিযুক্ত হিল ট্রেড এজেন্সির কর্ণধার আরএস গাঁধীও। অভিযোগ, তিনিই ডিমা হাসাও জেলার সমস্ত বাঁশঝাড় নিলামে নিয়ে রেখেছিলেন। পরে চড়া দামে বাঁশ সরবরাহ করেন কাছাড় কাগজ কলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন