‘চৌকিদার’ নিয়োগে দুর্নীতির অভিযোগ

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) ‘চৌকিদার’ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অনিয়মের তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তার প্রমাণও মিলেছে।

Advertisement

সংবাদ সংস্থা  

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০৬:১৭
Share:

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) ‘চৌকিদার’ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অনিয়মের তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তার প্রমাণও মিলেছে।

Advertisement

দিল্লি অঞ্চলে তাদের বিভিন্ন অফিসে নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য ২০১৭-র এপ্রিলে একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল এফসিআই। ৫৩টি পদের জন্য এক লক্ষ আট হাজার আবেদন পত্র জমা পড়েছিল। লিখিত পরীক্ষা দিয়েছিল সাড়ে ৯৮ হাজারের মতো পরীক্ষার্থী। ১৭১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। তাঁদের যোগ্যতা খতিয়ে দেখার পর ৯৬ জনের তালিকা তৈরি করা হয়। নিয়োগ তালিকায় ৫৩ জনের নাম ছিল। ঠিক হয়েছিল, ৪৩ জনকে পরবর্তী সময়ে নিয়োগ করা হবে। সূত্রের খবর, পরবর্তী সময় এফসিআই কর্তৃপক্ষ দেখেন নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় গোলমাল রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সিবিআই সূত্রের খবর, প্রাথমিক তদন্তের প্রমাণ মিলেছে, ‘চৌকিদার’ নিয়ে ভুয়ো পরিচয় দিয়ে পরীক্ষা, প্রতারণা এবং নথি জালিয়াতির মতো ঘটনা ঘটেছে। ৯৬ জন সফল পরীক্ষার্থীর মধ্যে অন্তত ১৪ জন ভুয়ো পরিচয় দিয়ে পরীক্ষা দিয়েছিলেন। সিবিআইয়ের এক আধিকারিক বলেন, ‘‘মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও এফসিআইয়ের নিরাপত্তা রক্ষী নিয়োগে এই রকমই অনিয়ম ধরা পড়েছিল। আমরা তথ্য প্রমাণ জোগাড় করছি। ওই বেসরকারি সংস্থা কী ভাবে পরীক্ষা নিয়েছিল, তা-ও দেখা হবে।’’

Advertisement

যে বেসরকারি সংস্থাটি নিয়োগ পরীক্ষা নিয়েছিল তাদের দাবি, গত কুড়ি বছর ধরে তারা বিভিন্ন সরকারি দফতরের পাঁচশোর বেশি নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নিয়েছে। একটি ক্ষেত্রেও গরমিলের অভিযোগ ওঠেনি। এফসিআইয়ের নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ সে সম্পর্কে ওই সংস্থার দাবি, পরীক্ষা প্রক্রিয়ায় পেশাদারিত্ব এবং স্বচ্ছতার কোনও অভাব ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন