Ranya Rao Gold Smuggling

কারা কারা এসেছিলেন, কী কী উপহার পেয়েছিলেন? গোয়েন্দাদের নজরে রান্যার বিয়ের অনুষ্ঠান

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেফতার হয়েছেন রান্যা। অভিনেত্রীর গ্রেফতারির পর থেকেই নানা প্রশ্ন ঘুরছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:৩৩
Share:

অভিনেত্রী রান্যা রাও। —ফাইল চিত্র।

সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিরুদ্ধে তদন্তের গতি বৃদ্ধি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এ বার অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানও! তদন্তকারীরা খতিয়ে দেখছেন রান্যার বিয়ের অতিথি তালিকা। শুধু তা-ই নয়, তাঁর বিয়ের ফুটেজও রয়েছে সিবিআইয়ের আতশকাচের নীচে।

Advertisement

তদন্তকারী সূত্রে খবর, সোনা পাচার মামলার তদন্তে অভিনেত্রীর বাসভবন, কর্নাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ডের অফিস এবং যে হোটেলে তাঁর বিয়ে হয়েছিল সেখানে অভিযান চালায় সিবিআই। অভিনেত্রীর বিয়েতে কারা উপস্থিত ছিলেন, সেই তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি বিয়ের ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে খবর। বিয়েতে অভিনেত্রী কী কী উপহার পেয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন অতিথির থেকে অভিনেত্রী দামি উপহার পেয়েছেন, তাঁদের শনাক্ত করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অতিথি তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ এই সোনা পাচার মামলার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখার জন্যই পদক্ষেপ সিবিআইয়ের। পাশাপাশি, কর্নাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ডের থেকে অভিনেত্রীকে জমি অনুমোদন দেওয়া হয়েছিল, সেই তথ্যও যাচাই করছেন তদন্তকারীরা।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেফতার হয়েছেন রান্যা। অভিনেত্রীর গ্রেফতারির পর থেকেই নানা প্রশ্ন ঘুরছে। তদন্তকারীদের অনুমান, এই সোনা পাচারচক্রে রান্যা একা জড়িত নন, নেপথ্যে রয়েছে বড় ‘গ্যাং’! কিন্তু কী ভাবে ওই চক্রের সঙ্গে রান্যার যোগাযোগ, তাদের জাল কোথায় কোথায় বিস্তৃত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) সঙ্গেই একযোগে সোনা পাচার মামলার তদন্ত করছে সিবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement