নজীবের খোঁজে সিবিআই তদন্ত

রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার প্রায় ২০০ দিন বাদে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নজীব আহমেদের খোঁজে শুরু হল সিবিআই তদন্ত। নজীবের মা ফতিমা নাফিসের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি পুলিশের হাত থেকে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৩:১৮
Share:

ফাইল চিত্র।

রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার প্রায় ২০০ দিন বাদে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নজীব আহমেদের খোঁজে শুরু হল সিবিআই তদন্ত। নজীবের মা ফতিমা নাফিসের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দিল্লি পুলিশের হাত থেকে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত।

Advertisement

আদালত জানিয়েছে, সিবিআই তদন্তের উপর নজর রাখবেন পুলিশের ডিআইজি স্তরের কোনও কর্তা। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।

২০১৬ সালের ১৪ অক্টোবর নিখোঁজ হন নজীব। অভিযোগ, তার আগের দিনই আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির হাতে মার খেয়েছিলেন তিনি। যদিও এই অভিযোগ স্বীকার করেনি এবিভিপি। এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে আদালত। আদালতের ক্ষোভ, পুলিশ মুখ বন্ধ খামে করে তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে ঠিকই, অথচ খামে এমন কিছুই নেই যা গোপনীয় বা যে খবর ছড়িয়ে পড়লে তদন্তে বিরাট কোনও ক্ষতি হয়ে যাবে। কাজের কাজ না করে বিষয়টি নিয়ে খামোকা শোরগোল ফেলতে চাইছে পুলিশ। সারা দেশে লোক পাঠাচ্ছে। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। অথচ নজীবের নিখোঁজ হওয়ার পিছনে যে নয় পড়ুয়ার হাত থাকতে পারে বলে সন্দেহ তাঁদেরকে না জেরা করা হয়েছে, না হেফাজতে নেওয়া হয়েছে। নজীবের ভাই মুজিবের ক্ষোভ, ‘‘আমরা প্রথম দিন যে রকম অন্ধকারে ছিলাম, আজও সে রকমই অন্ধকারে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন