National News

নজিরবিহীন, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর, সংসদে বললেন রাজনাথ, কথা রাজ্যপালের সঙ্গেও

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘উদ্ভূত এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক, নজিরবিহীন, অভূতপূর্ব। সাংবিধানিক কাঠমো এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কেন্দ্রীয় তদন্তকারী ও অন্যান্য সংস্থার কাছেও উদ্বেগজনক। আমি আশা করি সব রাজ্য সরকারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সাহায্য ও সহযোগিতা করবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৬
Share:

লোকসভায় রাজনাথ সিংহ। সৌজন্যে লোকসভা টিভি

সিবিআই-কলকাতা পুলিশ সংঘাতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজনাথ সিংহ। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও যেভাবে সিবিআই আধিকারিকদের কলকাতা পুলিশ বাধা দিয়েছে, হেনস্থা করেছে, তা অভূতপূর্ব, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাংবিধানিক কাঠামোই ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজনাথ। রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

সিবিআই-কে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহারের অভিযোগ তুলে গোড়া থেকেই সংসদে সরব ছিলেন তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘উদ্ভূত এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক, নজিরবিহীন, অভূতপূর্ব। সাংবিধানিক কাঠমো এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কেন্দ্রীয় তদন্তকারী ও অন্যান্য সংস্থার কাছেও উদ্বেগজনক। আমি আশা করি সব রাজ্য সরকারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সাহায্য ও সহযোগিতা করবে।’’ এই সংঘাত চলতে থাকলে সাংবিধানিক কাঠামোই ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদের তুমুল হই হট্টগোলের মধ্যেও রাজনাথগোড়া থেকে ঘটনার বিবরণ দিয়ে জানান, সারদা কেলেঙ্কারিতে ব্যাপক দুর্নীতির ইঙ্গিত পেয়েই সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল, অনেক রাজনৈতিক নেতা-নেত্রী এবং প্রভাবশালীদের যোগ থাকার প্রমাণ মিলেছে। শীর্ষ আদালতের নির্দেশ মতোই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। তাঁকে বারবার সমন পাঠিয়েও হাজিরা না দেওয়া এবং সিবিআই-এর সঙ্গে তদন্তে অসহযোগিতা করার অভিযোগের ভিত্তিতেই তদন্তকারীরা তাঁর বাড়িতে যান। কিন্তু কলকাতা পুলিশ তাঁদের বাধা দেয়। শুধু তাই নয়, জোর করে গাড়িতে তুলে আটক করে থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ। সিবিআই আধিকারিকদের অফিস এবং বাড়িও ঘিরে ফেলে কলকাতা পুলিশ।

Advertisement

আরও পডু়ন: ভিডিয়ো-সহ সুপ্রিম কোর্টে সিবিআই, ‘তথ্য লোপাটের’ প্রমাণ চাইলেন গগৈ, কাল শুনানি

আরও পড়ুন: কৃষকদের ঘুম কেড়েছে মোদী সরকার, মঞ্চ থেকেই ভিডিয়ো কনফারেন্সে মমতা

এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক কী কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়েও সংসদে জানান রাজনাথ। তিনি বলেন, ‘‘সিবিআই আধিকারিকরা নিরাপত্তার অভাব বোধ করেন। তাই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সিবিআই-এর অফিসে সারাক্ষণ এই বাহিনী মোতায়েন থাকবে। জওয়ানরা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন এবং আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকও প্রতি মুহূর্তের উপর কড়া নজর রাখছে। কারণ, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের।’’ বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে তিনি কথা বলার পর বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, জানান রাজনাথ।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement