সোনা খুঁজতে সিবিআই

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দফতরের ভল্ট থেকে রহস্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছিল বাজেয়াপ্ত করা প্রায় ৮০ কেজি সোনা। সেই সোনা উদ্ধারে এ বার সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০২:৪৯
Share:

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক দফতরের ভল্ট থেকে রহস্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছিল বাজেয়াপ্ত করা প্রায় ৮০ কেজি সোনা। সেই সোনা উদ্ধারে এ বার সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। অভিযোগ, গত চার বছরে ২৫ কোটি মূল্যের এই সোনা সরিয়ে তার জায়গায় হলুদ রঙের সস্তা কোনও ধাতু রাখা ছিল। শুল্ক দফতরের কোনও কর্মী এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement