Education

অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ দেবে সিবিএসই

বৃহস্পতিবার সিবিএসই-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্কুলগুলি অনলাইনে বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২০ ০৪:৩২
Share:

প্রতীকী ছবি

করোনা সঙ্কটের পরিস্থিতিতে নবম এবং একাদশ শ্রেণিতে অকৃতকার্য হওয়া পড়ুয়াদের আর এক বার সুযোগ দিতে চায় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

বৃহস্পতিবার সিবিএসই-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্কুলগুলি অনলাইনে বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। অভাবনীয় করোনা পরিস্থিতির জেরে এই রকম সুযোগ দেওয়া হচ্ছে এবং এক বারই এই সুযোগ মিলবে।’ বিবৃতিতে বলা হয়েছে, এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য পড়ুয়াদের পরের ক্লাসে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্কুলগুলি। সিবিএসই-র এই সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করেছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। অকৃতকার্য হওয়া পড়ুয়া এবং তাদের অভিভাবকদের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। যে-সব স্কুলে পরীক্ষা শেষ হয়েছে, ফল প্রকাশিত হয়েছে বা যাদের পরীক্ষা শেষ হয়নি— সব স্কুলকেই এই পরীক্ষা নিতে বলা হয়েছে। ফেল করা প্রতিটি বিষয়ের উপরেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। সে জন্য তাদের যথেষ্ট সময় দিতে হবে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন