National

পরীক্ষাকে উৎসব মনে কর, ছাত্রদের পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর

পরীক্ষা যেন টেনশন না বাড়ায়। তা যেন হয়ে ওঠে উৎসব। পরীক্ষা যেন ভয়-ভীতির কারণ না হয়। পরীক্ষা যেন আক্ষরিক অর্থেই, হয়ে ওঠে ‘মনের আরাম, প্রাণের প্রশান্তি’। ছাত্রছাত্রীদের এমন পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১৭:৪২
Share:

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার।

পরীক্ষা যেন টেনশন না বাড়ায়। তা যেন হয়ে ওঠে উৎসব। পরীক্ষা যেন ভয়-ভীতির কারণ না হয়। পরীক্ষা যেন আক্ষরিক অর্থেই, হয়ে ওঠে ‘মনের আরাম, প্রাণের প্রশান্তি’। ছাত্রছাত্রীদের এমন পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

রেডিও-য় নতুন বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন, ‘‘পরীক্ষা যেন কখনওই তোমাদের টেনশন না বাড়িয়ে দেয়। পরীক্ষা যেন কখনওই তোমাদের টেনশনের কারণ না হয়ে ওঠে। পরীক্ষায় যদি টেনশন গ্রাস করে তোমাদের, তা হলে থমকে যাবে জ্ঞানের বহিঃপ্রকাশ। রুদ্ধ হবে তার বেরিয়ে আসার পথ। সেটা হতে দিও না। টেনশন-মুক্ত হয়ে পরীক্ষা দাও। পরীক্ষাটাকে মনে কোরো, সেটা যেন একটা উৎসব! মনে আনন্দ থাকলেই মার্ক শিট ভাল হবে। ঝকঝকে হবে।’’

পড়াশুনো করার মানে যে শুধুই নিজের মার্ক শিটটাকে ঝকঝকে করে তোলা, সেটাও সঠিক নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি মনে করেন, জ্ঞান আহরণ, অর্জনের জন্যই পড়াশুনো। শুধুই মার্ক শিটের দিকে তাকিয়ে পড়াশুনো করাটা অর্থহীন।

Advertisement

এ দিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাই প্রধানমন্ত্রী মোদী ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন, ‘‘পরীক্ষায় কত নম্বর পাব, কোনটা, কতটা পড়লে মার্ক শিটটা ভাল হবে, সে দিকে তাকিয়ে পড়াশুনো কোরো না। পড়াশুনোটা কর জ্ঞানার্জনের জন্য। জ্ঞান বাড়ানোর জন্য।’’

আরও পড়ুন- চাঁদে পা-ই রাখেননি নিল আর্মস্ট্রং, বলছে এ বার আমেরিকাই!

প্রধানমন্ত্রী এ দিন শুধু ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েই ক্ষান্ত থাকেননি। পরামর্শ দিয়েছেন পড়ুয়াদের মা, বাবা, অভিভাবকদেরও। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘নিজেদের ছেলেমেয়েদের কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করবেন না। তাদের নিজেদের মতো করে বেড়ে উঠতে দিন। তারা পরীক্ষায় যেমন ফলাফল করছে, তা মেনে নিন। তাদের ওপর আপনাদের প্রত্যাশার বোঝাটা খুব বেশি করে চাপিয়ে দেবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement