National News

ফের মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র, জুলাই থেকেই কার্যকর ৫ শতাংশ হারে

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত ১ জুলাই থেকে এই সিদ্ধান্তকে কার্যকর হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ২২:৩০
Share:

আরেকবার মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্র।ফাইল চিত্র।

ফের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়াল কেন্দ্র। এত দিন কেন্দ্র বেসিক পে অথবা পেনশনের ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছিল। মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে তা আরও এক শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:ডেরা সচ্চার হাসপাতালে চলত অবৈধ গর্ভপাত!

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত ১ জুলাই থেকে এই সিদ্ধান্তকে কার্যকর হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন:অপসারিত শশী, ‘চিরন্তন’ নেত্রী আম্মা

প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬১ লক্ষের মতো পেনশনভোগী কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন। মহার্ঘ ভাতায় এই বৃদ্ধির কারণে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত খরচ হবে ৩ হাজার ৬৮ কোটি ২৬ লক্ষ টাকা। তবে চলতি অর্থবর্ষের প্রথম চার মাস যে হেতু এই এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না, সে হেতু ২০১৭-১৮-তে সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার ৪৫ কোটি ৫০ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement