ডিমা হাসাওয়ে সাই সেন্টার

ডিমা হাসাও জেলায় সাব-সেন্টার গড়ছে ‘স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ (সাই)। সেটির তৈরি হবে মাইবাং মহকুমায়। সাই সংস্থার উত্তর-পূর্বের আঞ্চলিক নির্দেশক সুভাষ বসুমাতারি এ কথা জানিয়েছেন। তিনি জানান, ডিমা হাসাও জেলায় ক্রীড়ার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:২৩
Share:

ডিমা হাসাও জেলায় সাব-সেন্টার গড়ছে ‘স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ (সাই)। সেটির তৈরি হবে মাইবাং মহকুমায়। সাই সংস্থার উত্তর-পূর্বের আঞ্চলিক নির্দেশক সুভাষ বসুমাতারি এ কথা জানিয়েছেন। তিনি জানান, ডিমা হাসাও জেলায় ক্রীড়ার ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকার পাহাড়ি জেলাতে খেলাধুলোর বিকাশে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। আজ কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী সর্বানন্দ সানোয়াল হাফলঙে ক্রীড়া সংক্রান্ত সে সব প্রকল্পগুলির ঘোষণা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সর্বানন্দের হাফলং সফর বাতিল হয়ে যায়। সফর বাতিল হওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ডিমা হাসাও জেলার বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement