চিন সহজে থামবে কি? শঙ্কায় দিল্লি

দলাই লামার অরুণাচল সফরকে ঘিরে মেঘ জমছে ভারত-চিন সম্পর্কে। ইতিমধ্যেই এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বেজিং। নয়াদিল্লির আশঙ্কা, এই নিয়ে পরে আরও আক্রমণাত্মক হবে চিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:০৭
Share:

প্রতীকী চিত্র।

দলাই লামার অরুণাচল সফরকে ঘিরে মেঘ জমছে ভারত-চিন সম্পর্কে। ইতিমধ্যেই এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বেজিং। নয়াদিল্লির আশঙ্কা, এই নিয়ে পরে আরও আক্রমণাত্মক হবে চিন।

Advertisement

চিনের কড়া অবস্থানের উত্তরে আজ সকালে বিদেশ মন্ত্রক নিজে থেকেই খতিয়ান দিয়ে বলেছে, আগে কত বার দলাই লামা অরুণাচলে গিয়েছিলেন। মন্ত্রক মুখপাত্র গোপাল ওয়াগলে জানিয়েছেন, ‘‘ভারত বিভিন্ন সময়েই জানিয়েছে, দলাই লামা সম্মাননীয় ধর্মীয় নেতা। ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর যাওয়া নিয়ে এবং তাঁর আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে বাড়তি রং চড়ানো উচিত নয়।’’ কোনও ‘কৃত্রিম বিতর্ক’ যাতে তাঁর সফরকে ঘিরে না তৈরি হয়, চিনের প্রতি সেই আবেদন করেছেন ওয়াগলে।

আরও পড়ুন: আবার এভারেস্ট জিতবেন আনসু, আশা দলাইয়ের

Advertisement

তবে দলাই লামা তাওয়াং পৌঁছনোর আগেই নয়াদিল্লি এই সতর্কবার্তা প্রচার করলেও যে বেজিং ক্ষান্ত হবে, এমনটা মনে করছেন না কূটনৈতিক বিশেষজ্ঞরা। দলাই লামার সঙ্গী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু-র থাকাটাকেও বাঁকা চোখে দেখছে বেজিং। চিনা দূতাবাস সূত্রে বলা হচ্ছে, দলাই লামার কার্যকলাপ যে পুরোপুরি আধ্যাত্মিক নয়, সেটা বোঝা যাচ্ছে রিজিজু তাঁর দোসর হওয়া দেখেই। বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন