কেভমের হুঁশিয়ারি

এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন রেল অবরোধের ডাক দিয়েছে। আজ সাংবাদিক বৈঠকে ছাত্র সংগঠনের সভাপতি ডেভিড কেভম জানিয়েছেন, লামডিং-শিলচর ব্রডগেজ নির্মাণে মাহুর থেকে ডিটেকছড়া পর্যন্ত শ’খানেক গ্রামের কৃষিজমি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা অধিগ্রহণ করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০৪:১৫
Share:

এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন রেল অবরোধের ডাক দিয়েছে। আজ সাংবাদিক বৈঠকে ছাত্র সংগঠনের সভাপতি ডেভিড কেভম জানিয়েছেন, লামডিং-শিলচর ব্রডগেজ নির্মাণে মাহুর থেকে ডিটেকছড়া পর্যন্ত শ’খানেক গ্রামের কৃষিজমি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু উত্তর-পূর্ব সীমান্ত রেল এখনও কারও ক্ষতিপূরণ দেননি। রেল কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কয়েক বার ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

Advertisement

গত বছর ১৫ নভেম্বর একই দাবিতে রেল অবরোধ করা হয়েছিল। সেই সময় উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জিএম এইচ কে জাগ্গি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান জানান। ২৪ নভেম্বর মালিগাঁওয়ে ওই বৈঠক হয়। সেখানে জমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ।

কেভমের অভিযোগ, পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগ ক্ষতিপূরণের বিল রেলকে পাঠায়। কিন্তু পরে তা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। ছাত্র সংগঠনের সভাপতি হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যে রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে ১ এপ্রিল থেকে পাহাড়ে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement