জঙ্গি পালানো নিয়ে কড়া বার্তা কেন্দ্রের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ জম্মু-কাশ্মীর সরকারকে সে রাজ্যের কারাগারগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে জেলে বন্দি কোনও অপরাধীকে হাসপাতাল বা অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিরাপত্তা যাতে বাড়ানো হয়, সে দিকেও নজর দিতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৪
Share:

প্রতীকী চিত্র।

দু’দিন আগেই শ্রীনগরের এক হাসপাতাল থেকে লস্করের জঙ্গি নেতা নাভিদ জাট ওরফে আবু হানজালা ছাড়িয়ে নিয়ে পালিয়েছিল তারই দুই সঙ্গী। জঙ্গিদের গুলিতে নিহত হন দুই পুলিশ কর্মী। সেই ঘটনায় জম্মু-কাশ্মীর সরকারকে কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আজ জম্মু-কাশ্মীর সরকারকে সে রাজ্যের কারাগারগুলিতে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে জেলে বন্দি কোনও অপরাধীকে হাসপাতাল বা অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিরাপত্তা যাতে বাড়ানো হয়, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। মন্ত্রকের এক আধিকারিক জানান, ভবিষ্যতে যাতে জঙ্গি পালানোর ঘটনা না ঘটে, সে নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে মেহবুবা সরকারকে।

জঙ্গি পালানোর ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেলের সুপারকে। গঠন করা হয়েছে সিটও। তদন্তকারীরা জানাচ্ছেন, গোটা ঘটনায় উঠে এসেছে এক মহিলা চিকিৎসকের নামও। তিনিই জোর করে নাভিদকে হাসপাতালে পাঠান। তদন্তকারীদের ধারণা, নাভিদকে পছন্দ করতে শুরু করেছিলেন ওই চিকিৎসক। তাই জরুরি প্রয়োজন না থাকা সত্ত্বেও নাভিদকে সে দিন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই চিকিৎসককে ডিউটি থেকে সরানো হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন