Electric Supply in India

বেসরকারি সংস্থাগুলির জন্য বিদ্যুতের বাজার আরও খুলে দিতে চাইছে কেন্দ্র, লাভবান হতে পারে কোন কোন সংস্থা

এখনও পর্যন্ত দেশের অধিকাংশ রাজ্যে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি। তবে কেন্দ্র নয়া বিল পাশ করালে লাভবান হতে পারে বেসরকারি সংস্থাগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩২
Share:

দেশের বিদ্যুতের বাজার বেসরকারি সংস্থাগুলির জন্য খুলে দিতে পারে কেন্দ্র। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের বিদ্যুতের বাজার বেসরকারি সংস্থাগুলির জন্য খুলে দিতে চাইছে কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক এই বিষয়ে একটি খসড়া বিলও তৈরি করেছে। এখনও পর্যন্ত দেশের অধিকাংশ রাজ্যে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি। তবে কেন্দ্র নয়া বিল পাশ করালে লাভবান হতে পারে আদানি এন্টারপ্রাইজ়েস, টাটা পাওয়ার কিংবা সিইএসসি-র মতো সংস্থাগুলি।

Advertisement

বর্তমানে দেশের খুব অল্প জায়গাতেই বেসরকারি সংস্থাগুলি বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে রয়েছে। দিল্লির রাজধানী এলাকা বা এনসিআর, ওড়িশা, মহারাষ্ট্র কিংবা গুজরাতের মতো কিছু রাজ্যে বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কলকাতা এবং শহরতলির কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা সিইএসসি। তবে দেশের অধিকাংশ জায়গাতেই সরকারি সংস্থাগুলি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এই সংস্থাগুলির বেশ কয়েকটি লোকসানে চলছে। নয়াদিল্লি (এনসিআর বাদে)-র ক্ষেত্রেই যেমন লোকসানে চলা সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। সরকার নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ সংস্থার পুরনো বকেয়া মিটিয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশের চারটি বিদ্যুৎ বণ্টন সংস্থার মধ্যে দু’টির বেসরকারিকরণ করার জন্য বেসরকারি সংস্থাগুলির কাছে দরপত্র চাওয়া হয়েছিল। প্রতিবেদনে প্রকাশ, কেন্দ্রের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ বণ্টনের জন্য একই এলাকার একাধিক সংস্থা দরপত্র জমা দিতে পারবে। বর্তমান আইনে এর সংস্থান ছিল না। অনেকেই মনে করছেন, এর ফলে সস্তায় ভাল পরিষেবা দেওয়ার বিষয়ে সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা যেতে পারে, যাতে লাভবান হবেন গ্রাহকেরা। ২০২২ সালেও অবশ্য একই রকম উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সময় সরকারি সংস্থাগুলির বিরোধিতায় পিছু হটতে হয়েছিল সরকারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement