Ladakh Unrest

দীপাবলির পরেই লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র, রাজ্যের মর্যাদা নিয়ে জট কাটবে?

২২ অক্টোবর নয়াদিল্লিতে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে এলএবি এবং কেডিএ-র তিন জন করে প্রতিনিধি থাকবেন। থাকবেন লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা জান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২০:১৯
Share:

— ফাইল চিত্র।

দীপাবলির পরেই লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। আগামী মঙ্গলবার, ২২ অক্টোবর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সাব-কমিটির সঙ্গে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আরও একবার লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাবেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা।

Advertisement

লেহ অ্যাপেক্স বডির সহ-সভাপতি শেরিং দর্জে লাকরুক রবিবার জানিয়েছেন, ২২ অক্টোবর নয়াদিল্লিতে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে এলএবি এবং কেডিএ-র তিন জন করে প্রতিনিধি থাকবেন। থাকবেন লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা জান। লাকরুক জানিয়েছেন, বৈঠকে লাদাখকে রাজ্যের মর্যাদা দিয়ে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি তুলবেন তাঁরা।

গত মাসের শেষে উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ। লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভ দেখিয়েছিল জনতা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়িতেও। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল চার জনের। প্রায় ৮০ জন পুলিশকর্মী-সহ ১৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। ঘটনার পরেই সপ্তাহভর কার্ফু জারি করা হয়েছিল লেহ-তে। গত ২৬ সেপ্টেম্বর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুককেও জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার করেছিল পুলিশ। সেই থেকে লাদাখের পরিস্থিতি থমথমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement