Bomb Threat at Nitin Gadkari's house

‘কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়িতে বোমা, এখনই ফাটবে’! ফোন গেল পুলিশের কাছে, নাগপুরে হুলস্থুল

বোমা রাখা আছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গ়ডকড়ীর বাড়িতে। কিছু ক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে! এই মর্মে পুলিশের কাছে একটি উড়ো ফোন আসায় রবিবার সকালে হুলস্থুল পড়ে গেল নাগপুর শহরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৬:১০
Share:

নিতিন গডকড়ী। —ফাইল চিত্র।

বোমা রাখা আছে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়িতে। কিছু ক্ষণের মধ্যেই বিস্ফোরণ হবে! এই মর্মে পুলিশের কাছে একটি উড়ো ফোন আসায় রবিবার সকালে হুলস্থুল পড়ে গেল নাগপুর শহরে।

Advertisement

যদিও শেষমেশ কিছুই মেলেনি। উড়ো ফোন পাওয়ার পরেই বম্ব স্কোয়াড যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। তল্লাশি চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। পাশাপাশি উড়ো ফোন কোথা থেকে এসেছিল, তা নিয়ে তদন্ত চলে। প্রতাপনগর থানায় মামলাও রুজু হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে উমেশ বিষ্ণু রাউত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাউত তুলসিবাঘ রোডের বাসিন্দা। মেডিক্যাল চকে একটি মদের দোকানে কাজ করেন তিনি। রাউতই নিজের মোবাইল থেকে পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। পুলিশ ফোনটি পেয়েছিল সকাল পৌনে ৯টায়। সেই সময়ে নাগপুরেই ছিলেন গডকড়ী। সঙ্গে সঙ্গেই পুলিশ আধিকারিকেরা গডকড়ীর নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। পাশাপাশি বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়।

Advertisement

পরে নাগপুর জ়োন ১-এর ডেপুটি পুলিশ কমিশনার ঋষিকেশ রেড্ডি বলেন, ‘‘জরুরি হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন এসেছিল। ফোন করে বলেছিল, নিতিন গডকড়ীর বাড়িতে বোমা রাখা হয়েছে। কিন্তু মন্ত্রীর বাড়িতে কোনও বিস্ফোরক মেলেনি। ফলে আমরা মনে করছি, ওটা ভুয়ো ফোন ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি ফোন করে বোমাতঙ্ক ছড়িয়েছেন, তা জানার চেষ্টা চলছে। আপাতত জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধ করার অভিযোগ ওঠেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement