Pooja Chandramohan

টানা ৩০ ঘণ্টা শিস দিয়ে বিশ্ব রেকর্ডের পথে চেন্নাইয়ের পূজা

গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরের দিন বিকেল ৩টে পর্যন্ত নাগাড়ে শিস দিয়েছেন পূজা। চেন্নাইয়ের শ্রেয়ান্‌স ভবনে উপস্থিত অসংখ্য দর্শকের সামনেই রেকর্ডটি করেন তিনি। পূজার এই কীর্তির সাক্ষী ছিলেন তামিলনাড়ুর চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি সিএমকে রেড্ডি, গায়িকা এসপি শৈলজা সুধাকরের মতো ব্যক্তিত্বরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৬:২৯
Share:

চেন্নাইয়ের পূজা চন্দ্রমোহন।

টানা ত্রিশ ঘণ্টা শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলতে চলেছেন চেন্নাইয়ের পূজা চন্দ্রমোহন। এর আগে কানাডার জেনিফার আনাভি ডেভিসের দখলে ছিল এই রেকর্ড। তাঁর রেকর্ডটি ছিল ২৫ ঘণ্টা ৩০ মিনিটের। যা ভেঙে নতুন রেকর্ডের স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন পূজা।

Advertisement

গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরের দিন বিকেল ৩টে পর্যন্ত নাগাড়ে শিস দিয়েছেন পূজা। চেন্নাইয়ের শ্রেয়ান্‌স ভবনে উপস্থিত অসংখ্য দর্শকের সামনেই রেকর্ডটি করেন তিনি। পূজার এই কীর্তির সাক্ষী ছিলেন তামিলনাড়ুর চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি সিএমকে রেড্ডি, গায়িকা এসপি শৈলজা সুধাকরের মতো ব্যক্তিত্বরা।

আরও পড়ুন:
জটিল অস্ত্রোপচারের সময়েও মোবাইলে গেম খেলল শিশু!

Advertisement

প্রথম বুলেট ট্রেন এ দেশে কবে থেকে চলবে জানেন তো?

টানা এত ঘণ্টা শিস দেওয়া পূজা এক জন ধ্রুপদী সঙ্গীত শিল্পীও। এই ত্রিশ ঘণ্টা তামিল, ইংরেজি, হিন্দির বিভিন্ন জনপ্রিয় গান তিনি শিস দিয়ে শুনিয়েছেন।

গোটা ঘটনার ভিডিও এ বার গিনেস কমিটির কাছে পাঠানো হবে। তা খতিয়ে দেখে নিশ্চিত করলেই পূজা গিনেস রেকর্ডসের অধিকারি হয়ে যাবেন। কবে সেই চিঠি আসে, এখন সে দিকেই তাকিয়ে পূজার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement