National News

ভুয়ো পাসপোর্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ছোটা রাজনের

ভুয়ো পাসপোর্ট মামলায় গ্যাংস্টার ছোটা রাজন-সহ চার জনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির বিশেষ আদালত। সেই সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেককে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৮:২২
Share:

ভুয়ো পাসপোর্ট মামলায় গ্যাংস্টার ছোটা রাজন-সহ চার জনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির বিশেষ আদালত। সেই সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেককে।

Advertisement

সোমবার পাতিয়ালা হাউস আদালত ছোটা রাজন এবং আরও তিন সরকারি কর্মীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। মোহন কুমার নাম দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করেছিল ছোটা রাজন। তাকে এই কাজে সহযোগিতা করার অভিযোগ ওঠে দত্তাত্রে রাহাতে, দীপক নটবরলাল এবং ললিতা লক্ষ্মণ নামে তিন জন পাসপোর্ট আধিকারিকের বিরুদ্ধে। সিবিআই-এর বিচারক বীরেন্দ্রকুমার গয়াল এই মামলায় ছোটা রাজন-সহ ওই চার জনকে দোষী প্রমাণিত করেন।

আরও পড়ুন: ‘ঠান্ডা মাথায় খুন’, ছত্তীসগঢ়ে গিয়ে বললেন রাজনাথ

Advertisement

দোষীদের বিরুদ্ধে প্রতারণা, ভুয়ো তথ্য প্রদান-সহ বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে। ২০১৫-য় ইন্দোনেশিয়ার বালি থেকে গ্রেফতার করা হয় রাজনকে। সেখান থেকে তাকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। মাদক পাচার, তোলা এবং খুন-সহ ৭০টি মামলা চলছে তার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement