CJI BR Gavai

‘সংসদ নয়, সংবিধানই আমার কাছে সর্বোচ্চ’, বললেন প্রধান বিচারপতি গবই, স্মরণ করিয়ে দিলেন বিচারপতিদের কর্তব্যও

দেশের প্রধান বিচারপতি বিআর গবই বলেন, “অনেকেই বলে থাকেন এবং বিশ্বাস করেন যে, সংসদই সর্বোচ্চ। কিন্তু আমার কাছে ভারতের সংবিধান রয়েছে সর্বোচ্চ স্থানে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১০:৫৮
Share:

প্রধান বিচারপতি বিআর গবই। —ফাইল চিত্র।

সবার ঊর্ধ্বে সংবিধান। আরও এক বার তা স্পষ্ট করে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গবই। গত মে মাসে সুপ্রিম কোর্টের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন গবই। বুধবার তাঁকে তাঁর জন্মভূমি মহারাষ্ট্রের অমরাবতীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বলেন, “অনেকেই বলেন এবং বিশ্বাস করেন যে, সংসদই সর্বোচ্চ। কিন্তু আমার কাছে ভারতের সংবিধান রয়েছে সর্বোচ্চ স্থানে। গণতন্ত্রের তিনটি শাখা (আইন, শাসন এবং বিচার বিভাগ) সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়।”

Advertisement

প্রধান বিচারপতি জানান, সংবিধানের মূল কাঠামো (বেসিক স্ট্রাকচার) সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। বিচারপতিদের কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি গবই। তিনি জানান, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই কোনও বিচারপতি বা বিচারক স্বাধীন হয়ে যান না। প্রধান বিচারপতির কথায়, “এক জন বিচারপতির সর্বদা মাথায় রাখা উচিত, আমাদের একটা কর্তব্য রয়েছে। আমরা নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শের রক্ষাকর্তা।” একই সঙ্গে বিচারপতিদের কর্তব্য প্রসঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, “আমাদের স্বাধীন ভাবে ভাবতে হবে। মানুষ কী বলবে, তা ভেবে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না।”

অতীতের স্মৃতিচারণ করে প্রধান বিচারপতি জানান, তিনি ছোটবেলায় স্থপতি হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পিতা চেয়েছিলেন তিনি আইনজীবী হোন। পিতার ইচ্ছা পূর্ণ করলেও একটি আক্ষেপ রয়ে গিয়েছে পুত্রের। প্রধান বিচারপতি বলেন, “আমার পিতা আইনজীবী হতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হওয়ায় তাঁর সেই ইচ্ছা অপূর্ণই রয়ে যায়।”

Advertisement

প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্র এবং গোয়া বার কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধান বিচারপতি গবই জানিয়েছিলেন, বিচার বিভাগ বা আইনসভা নয়, সকলের উপরে রয়েছে দেশের সংবিধান। সংবিধানের অধীনে থাকা প্রতিটি স্তম্ভকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement