India-China Direct Flight

এ বার দিল্লি-সাংহাই সরাসরি বিমান! পাঁচ বছরের বিরতি শেষে চালু করছে চিনের সরকারি সংস্থা

সপ্তাহে তিন দিন দিল্লি এবং সাংহাইয়ের মধ্যে বিমান চালাবে এই সংস্থা— বুধ, শনি এবং রবিবার। সংস্থার ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১১:৩৮
Share:

ভারত এবং চিনের মধ্যে শুরু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রায় পাঁচ বছর পরে ভারত এবং চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার কথা জানিয়েছিল দুই দেশের বিদেশ মন্ত্রক। চলতি মাসের শেষে কলকাতা থেকে গুয়াংঝাউ পর্যন্ত বিমান পরিষেবা শুরু হওয়ার কথা। এ বার দিল্লি-সাংহাই বিমান চালু করার কথা ঘোষণা করল চিনের সরকারি সংস্থা। ৯ নভেম্বর থেকে এই পরিষেবা শুরু করতে চলেছে চিন ইস্টার্ন এয়ারলাইনস।

Advertisement

সপ্তাহে তিন দিন দিল্লি এবং সাংহাইয়ের মধ্যে বিমান চালাবে এই সংস্থা— বুধ, শনি এবং রবিবার। সংস্থার ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে। তবে এই নিয়ে চিনের সংস্থা এখনও কোনও মন্তব্য করেনি। দিল্লি-সাংহাই বিমান পরিষেবা নিয়ে ভারত এবং চিনের বিদেশ মন্ত্রক এখনও কোনও মন্তব্য করেনি।

চলতি মাসের শুরুতে ভারতীয় বিদেশ মন্ত্রক ঘোষণা করে, চলতি মাস থেকেই ভারত এবং চিনের মধ্যে সরসারি বিমান পরিষেবা শুরু হবে। ২০২০ সালে গলওয়ান সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। দিন কয়েক আগে এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) সম্মেলনের সময়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরেই বরফ গলেছে বলে মনে করা হচ্ছে। দু’দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে, ২৬ অক্টোবর থেকে আবার ভারত এবং চিনের মধ্যে চালু হবে সরাসরি বিমান পরিষেবা।

Advertisement

বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছিল, চলতি বছরের শুরু থেকেই ভারত এবং চিনের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কর্তাদের মধ্যে প্রযুক্তিগত বিষয়ে কথাবার্তা চলছিল। নজরে ছিল দু’দেশের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা চালু এবং সেই সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করা। এ বার নির্দিষ্ট কিছু বিমান সংস্থা সেই পরিষেবা চালু করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement