India-Pakistan Conflict

‘সংঘাতের পথ ছেড়ে সংযম দেখান, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন’, ভারত-পাকিস্তানকে আবেদন চিনের

পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল বেজিং। কিন্তু ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ এ বার সুর বদলাল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৪:৪২
Share:

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং শাহবাজ় শরিফ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সামরিক সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার জন্য ভারত এবং পাকিস্তানের কাছে আবেদন জানাল চিন। সীমান্তে পেশি প্রদর্শনের পরিবর্তে সংযম দেখানোর জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে বেজিং।

Advertisement

চিনা বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা দু’পক্ষের কাছে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, ধৈর্য ও সংযম প্রদর্শন করার এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আবেদন করছি। উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত আহ্বান জানাচ্ছি।’’

সীমান্তে তৈরি হওয়া সংঘাতের আবহ নয়াদিল্লি এবং ইসলামাবাদ, কারও পক্ষেই লাভজনক হতে পারে না জানিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার বলেছে, ‘‘ভারত এবং পাকিস্তান দু’দেশের মৌলিক স্বার্থের জন্যই একটি সুস্থিত এবং শান্তিপূর্ণ অঞ্চল প্রয়োজন।’’ প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল বেজিং। কিন্তু ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ শনিবার কিছুটা সুর নরম করে শান্তির আবেদন জানাল জিনপিং সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement