Next Chief Justice of India

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে কাকে বাছলেন সিজেআই গবই? নাম পাঠালেন কেন্দ্রের কাছে

নিয়ম অনুসারে, দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে সেই সময়ে সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। এটিই প্রচলিত রীতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১১:৪১
Share:

দেশের প্রধান বিচারপতি বিআর গবই। —ফাইল চিত্র।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বিআর গবই। আগামী ২৩ নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন তিনি। তার আগে প্রথা মেনে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব আকারে পাঠালেন তিনি।

Advertisement

নিয়ম অনুসারে, দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে সেই সময়ে সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। এটিই প্রচলিত রীতি। বর্তমানে দেশের প্রধান বিচারপতি গবইয়ের পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হলেন বিচারপতি কান্ত। ফলে তাঁর নামই যে প্রধান বিচারপতি গবই উত্তরসূরি হিসাবে প্রস্তাব করবেন, তা-ই অনুমেয় ছিল। সেই মতো সোমবার প্রথা মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রকে নিজের উত্তরসূরি হিসাবে বিচারপতি কান্তের নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি গবই।

২০১৯ সালের ২৪ মে থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দেশের প্রধান বিচারপতি হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ থাকবে এক বছরের কিছু বেশি সময় (১৪ মাস)। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি।

Advertisement

দেশের বর্তমান প্রধান বিচারপতি গবই দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ মে। প্রায় ছ’মাস দায়িত্ব পালনের পরে আগামী নভেম্বরে অবসর নিচ্ছেন তিনি। তাঁর অবসরের পরে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বে আসার কথা বিচারপতি কান্তের। এর পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার তালিকায় আছেন যথাক্রমে বিচারপতি বিক্রম নাথ (২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত), বিচারপতি বিভি নাগরত্ন (২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর), বিচারপতি পিএস নরসিংহ (২০২৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে), বিচারপতি জেবি পারদিওয়ালা (২০২৮ সালের ৩ মে থেকে ২০৩০ সালের ১১ অগস্ট), বিচারপতি কেভি বিশ্বনাথন (২০৩০ সালের ১২ অগস্ট থেকে ২০৩১ সালের ২৫ মে), বিচারপতি জয়মাল্য বাগচী (২০৩১ সালের ২৬ মে থেকে ২ অক্টোবর) এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি (২০৩১ সালের ৩ অক্টোবর থেকে ২০৩৩ সালের ২৭ মে)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement