ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। ছবি: পিটিআই।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করলেন তিনি। আলোচনা হল দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যচুক্তি নিয়েও।
সমাজমাধ্যমে নিজেই সে কথা ভাগ করে নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সোমবার জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আজ সকালে কুয়ালা লামপুরে মার্কো রুবিয়োর সঙ্গে দেখা করে খুশি হলাম। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হল।’’ এ ছাড়াও, রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে জয়শঙ্করের।
উল্লেখ্য, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। সরকারি সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্তের ‘বেশ কাছাকাছি’ রয়েছে দুই দেশ। চুক্তির প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। সেই আবহে রুবিয়োর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মালয়েশিয়ায় গিয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল, আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। তবে মোদী এ বছর আসিয়ান-এ উপস্থিত থাকতে পারেননি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেছেন তিনি। বলেছেন, “একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী। এটা ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির।” বক্তৃতায় আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে বোঝাপড়ার দিকটিও তুলে ধরেছেন মোদী।