Supreme Court

‘হাই কোর্টের বিচারপতিদের উপরে আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই’! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আবেদেনকারী এবং তাঁর আইনজীবীদের হাই কোর্টের ওই বিচারপতির কাছে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, ক্ষমাপ্রার্থনার পরে আবেদনকারী এবং তাঁর আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৫:৪৫
Share:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই। — ফাইল চিত্র।

হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একই অবস্থানে রয়েছেন। দেশের হাই কোর্টগুলি বা তার বিচারপতিদের উপরে সু্প্রিম কোর্টের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ উঠলে তাঁদের রক্ষা করা সুপ্রিম কোর্টের কর্তব্য।

Advertisement

তেলঙ্গনার এক নেতা হাই কোর্টের এক বিচারপতির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করেছেন। তেলঙ্গানা হাই কোর্টের ওই বিচারপতির এজলাস থেকে মামলা সরিয়ে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে নিয়ে যাওয়ার আর্জিও জানিয়েছেন সুপ্রিম কোর্টে। এই মামলা প্রসঙ্গেই নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন বিচারপতি গবই। তেলঙ্গানার ওই নেতার পিটিশনে যে আইনজীবীদের সই রয়েছে, তাঁদের ওই বিচারপতির কাছে ক্ষমা চাইতেও বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবই।

প্রধান বিচারপতি গবইয়ের পর্যবেক্ষণ, ‘‘যখন হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা হয়, তখন তাঁদের রক্ষা করা সুপ্রিম কোর্টের কর্তব্য। আজকাল হাই কোর্টের বিচারপতিদের সমালোচনা করা আইনজীবীদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। প্রভাবশালী রাজনীতিকদের এ বিষয়ে জড়িয়ে থাকার প্রবণতাও বাড়ছে। রাজনীতিকেরা অভিযোগ করেন যে, ওই নির্দিষ্ট হাই কোর্টে তাঁরা বিচার পাবেন না। তাই অন্য হাই কোর্টে মামলা সরানো হোক। এটা তাঁদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি মানা যায় না।’’

Advertisement

প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি আর বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এএস চন্দুরকর। বেঞ্চের আরও পর্যবেক্ষণ, ‘‘হাই কোর্টের বিচারপতিরাও সাংবিধানিক কোর্টের বিচারপতি। তাঁরাও সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতোই রক্ষকবচ এবং সুযোগ-সুবিধার অধিকারী। হাই কোর্ট বা তার বিচারপতির উপরে কোনও প্রশাসনিক নিয়ন্ত্রণও নেই সুপ্রিম কোর্টের।’’ আবেদেনকারী এবং তাঁর আইনজীবীদের হাই কোর্টের ওই বিচারপতির কাছে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, ক্ষমাপ্রার্থনার পরে আবেদনকারী এবং তাঁর আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement