Delhi

বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত জেনইউ-র বহু ছাত্র, বিপর্যস্ত দিল্লির মেট্রো পরিষেবা

সেই বার্তা নিয়েই এদিন পথে নামেন ছাত্ররা। লক্ষ্য সোজা সংসদভবন। সরাই রোডের কাছে মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে পুলিশ অন্য রাস্তাগুলিতেও লোক বাড়াতে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৯:২৬
Share:

দিল্লির রাস্তায় প্রতিবাদী ছাত্ররা। ছবি: পিটিআই

রণক্ষেত্রে পরিণত হল দিল্লির রাস্তা। হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। দফায় দফায় তাঁদের আটকায় পুলিশ। বিকেলে সফদরজং এলাকায় পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের একটি মিছিলকে আটকালে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লেন তাঁরা। অভিযোগ বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন এই সংঘর্ষের ফলে। ঘটনার জেরে বিপর্যস্ত দিল্লির যান চলাচল, বন্ধ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও।

Advertisement

এক লাফে হোস্টেল ফি ৩০ গুণ বেড়ে যাওয়ায় গত তিন সপ্তাহ ধরেই আন্দোলন করছেন জেএনইউ-এর ছাত্রছাত্রীরা। কার্যত তাঁদের চাপেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ৩০ গুণ নয়, ১০ গুণ বাড়ানো হবে হোস্টেলের ফি। তাতেও ছাত্রবিক্ষোভ কমেনি। ছাত্রদের দাবি এই সিদ্ধান্তই প্রত্যাহার করতে হবে।

সেই বার্তা নিয়েই এদিন পথে নামেন ছাত্ররা। লক্ষ্য সোজা সংসদভবন। সরাই রোডের কাছে মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে পুলিশ অন্য রাস্তাগুলিতেও লোক বাড়াতে থাকে।

Advertisement

আরও পড়ুন:আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে নুসরত জাহান, একসঙ্গে অনেক ঘুমের ওষুধ খেয়ে বিপত্তি?
আরও পড়ুন:শনিবার থেকে উধাও, পাটুলির বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল বজবজের এটিএএমে

ছাত্র-পুলিশ অশান্তির জেরে এ দিন যান চলাচল বিপর্যস্ত হয় নেলসন ম্যান্ডেলা মার্গ, বাবা গঙ্গনাথ মার্গ, অরবিন্দ মার্গের মতো ব্যস্ত রাস্তায় রাস্তায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ, সফদরজং অঞ্চলে বিকেল পাঁচটা নাগাদ বিক্ষুব্ধ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। জেএনইউ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের অভিযোগ এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছেন, এসএফআই জেলা সভাপতি ফারগ আহমেদ। গ্রেফতার করা হয়ে এসএফআই-এর সেন্ট্রাল সেক্রেটারিয়েটের সদস্য নীতিশ নারায়ণকে। আটক হয়েছেন ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ। এসএফআই-এর তরফে এই নেতাদের মুক্তির দাবি জানানো হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জোরবাগ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, পাটেল চক, কল্যাণ মার্গ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।

দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক মনদীপ এস রনধওয়া বলেন, ‘‘আমরা ছাত্রদের অনুরোধ করছি আইন হাতে না তুলতে। আমরা তাদের সমস্ত দাবিদাওয়াই মন দিয়ে শুনব। লাঠিচার্জের বিষয়েও আমরা অনুসন্ধান চালাব। ’’দিল্লি পুলিশের তরফে পরে প্রতিশ্রুতি দেওয়া হয়, তাঁদের মধ্যস্থতায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে দেখা করতে পারবেন জেএনইউ-এর প্রতিনিধিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন