সেনা-জঙ্গি সংঘর্ষ

ফের খাপলাং বাহিনীর সঙ্গে সংঘর্ষ হল আধা সেনার। ঘটনাস্থল নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার নোকলাক। ২৩ আসাম রাইফেল্স সূত্রে খবর, গত কাল সশস্ত্র খাপলাং জঙ্গিরা মায়ানমার থেকে তুয়েনসাং, লংলেং ও মককচং-এ ঢোকার চেষ্টা করছিল। আধা সেনার মুখোমুখি পড়ে যাওয়ায় তারা হামলা চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২০
Share:

ফের খাপলাং বাহিনীর সঙ্গে সংঘর্ষ হল আধা সেনার। ঘটনাস্থল নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার নোকলাক। ২৩ আসাম রাইফেল্স সূত্রে খবর, গত কাল সশস্ত্র খাপলাং জঙ্গিরা মায়ানমার থেকে তুয়েনসাং, লংলেং ও মককচং-এ ঢোকার চেষ্টা করছিল। আধা সেনার মুখোমুখি পড়ে যাওয়ায় তারা হামলা চালায়। দু’পক্ষে দীর্ঘ ক্ষণ সংঘর্ষ চলে। আধা সেনার দাবি, গুলিতে একাধিক জঙ্গি জখম হয়েছে। ওই বাহিনীতে আলফা জঙ্গিরাও ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement