সহপাঠীদের হাতে খুন হলেন দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া শুভঙ্কর দাস। শনিবার ওই পড়ুয়ার মৃতদেহ রাজনগরে পৌঁছলে আত্মীয়-অনাত্মীয় সকলের মধ্যেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খুনিদের গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা।
ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছিল গত ৮ সেপ্টেম্বর। প্রথমে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলঙের নেইগ্রিমস হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শুক্রবার রাস্তাতেই প্রাণ হারান রাজনগর জুনিয়র কলেজের ছাত্র শুভঙ্কর।
আগেই অবশ্য তার সহপাঠী আসিফ ইকবাল বড়ভুইয়া ও সঞ্জু লস্করের নামোল্লেখ করে এজাহার দিয়েছেন শুভঙ্করের বাবা সুভাষ দাস। এ পর্যন্ত তাদের গ্রেফতার করতে না পারায় রাজনগর, মাসিমপুর, মানিকপুর প্রভৃতি অঞ্চলের মানুষ পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। দ্বাদশ শ্রেণির ছাত্রদের ঝগড়া খুনোখুনির পর্যায়ে চলে যাওয়ায় সাধারণ জনতা উদ্বিগ্ন। কাছাড়ের ডেপুটি পুলিশ সুপার সুধাংশুকুমার দাস জানিয়েছেন, সুভাষবাবুর এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। দোষীরা রেহাই পাবে না বলেই দাবি করেন তিনি।