Biryani

রেস্তরাঁ থেকে আনা বিরিয়ানি ‘খেয়ে’ তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার!

পুলিশ জানিয়েছে, মৃতের নাম এস সঞ্জীব (৮)। বৃহস্পতিবার রাতে এলাকারই একটি রেস্তরাঁ থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলেন ওই পড়ুয়ার অভিভাবকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৩:০২
Share:

প্রতীকী ছবি।

রেস্তরাঁ থেকে আনা বিরিয়ানি ‘খেয়ে’ মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের শ্রবণমপট্টিতে। এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম এস সঞ্জীব (৮)। বৃহস্পতিবার রাতে এলাকারই একটি রেস্তরাঁ থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলেন ওই পড়ুয়ার অভিভাবকেরা। রাতে তারা সকলে মিলে সেই বিরিয়ানি খান। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ওই পড়ুয়া পরিবারের সদস্যদের সঙ্গে খেলে। তার পর সকলে শুতে যান।

শুক্রবার সকাল ৮টা নাগাদ ছেলেকে ঘমু থেকে ওঠানোর চেষ্টা করেন বাবা সত্যপ্রভু। কিন্তু তার কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন সত্যপ্রভু। স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা করার পর কোয়েম্বত্তূর মেডিক্যাল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে অভিভাবকদের অভিযোগ, বিরিয়ানি খেয়েই তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। রেস্তরাঁ মালিকের বিরুদ্ধেও একটি মামলা রুজু হয়েছে। বিরিয়ানি খেয়েই মৃত্যু না কি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement