(বাঁ দিকে) ছাত্রীর উপর হামলার সময়ের দৃশ্য। অভিযুক্ত যুবক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
কোচিং থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ে। কিশোরীর হাত এবং পেট ফুঁড়ে দিয়েছে গুলি। গুরুতর জখম অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বল্লভগড়ের শ্যাম কলোনি এলাকায় এই হামলা হয়। দুই বন্ধুর সঙ্গে কোচিং থেকে ফিরছিল ছাত্রী। যে পথ ধরে যাতায়াত করে সে, সেই পথে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন হামলাকারী। ছাত্রীকে দেখামাত্রই বাইক থেকে নেমে তাকে লক্ষ্য করে পর পর গুলি চালান যুবক। দু’টি গুলি লাগে ছাত্রীর। তার পরই এলাকা ছেড়ে পালান অভিযুক্ত। ঘটনাচক্রে, ছাত্রীর বাড়ি থেকে কয়েক হাত দূরেই এই হামলা হয়। হামলার পরই ছাত্রী লুটিয়ে পড়ে। তার বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় ছাত্রীর বাড়িতেও।
ছাত্রীর পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত যুবক যতীন মঙ্গলা। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও হয়। যতীনের পরিবার দাবি করে, তাদের ছেলে দ্বিতীয় বার এই কাজ আর করবেন না। ফলে ছাত্রীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেনি। কিন্তু বিষয়টি সেখানে থেমে থাকেনি। সকলের অলক্ষ্যে যতীন ওই ছাত্রীর পিছু নেওয়া শুরু করেন। প্রতি দিন তাকে অনুসরণ করতেন। তার পরই সোমবার ছাত্রীর উপর হামলা চালান। পুলিশ মনে করছে, আগে থেকে জায়গা বেছে নিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। সে কারণেই ছাত্রীকে অনুসরণ করতেন তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে খুঁজতে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে।