Uttarakhand Landslides

মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড! মৃত দুই, নিখোঁজ সাত, রবিবার থেকে ২৪ ঘণ্টার জন্য স্থগিত চারধাম যাত্রা

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যমুনা নদীর তীর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়। শনিবার রাতে বারকোট-যমুনোত্রী রাস্তা হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৩৭
Share:

রুদ্রপ্রয়াগে ধস নেমেছে। ছবি: পিটিআই।

মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরকাশীর। জায়গায় জায়গায় ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। নিখোঁজ সাত জন। রবিবার সকালে মেঘভাঙা বৃষ্টি হয় উত্তরকাশীতে। তার জেরে ধস নামে বেশ কয়েকটি জায়গায়। যমুনোত্রী জাতীয় সড়কের কাছে একটি নির্মীয়মাণ হোটেলের কাছে নির্মাণ শ্রমিকদের তাঁবু ভাসিয়ে নিয়ে যায় হড়পা বান। তার জেরে সাত জন শ্রমিক নিখোঁজ হয়েছেন । দশ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যমুনা নদীর তীর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়। শনিবার রাতে বারকোট-যমুনোত্রী রাস্তা হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টির জেরে বদরীনাথ এবং যমুনোত্রী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধস নেমে। পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। আরও ভারী বৃষ্টি এবং ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে পুণ্যার্থীরা যাতে কোনও রকম বিপদে না পড়েন তার জন্য আগেভাগেই চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত করেছে প্রশাসন।

গঢ়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে চারধাম যাত্রা সমায়িক ভাবে স্থগিত রাখা হচ্ছে। হরিদ্বার, হৃষীকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ এবং বিকাশনগরে পুণ্যার্থীদের আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement