Student Attempts Suicide

পরীক্ষায় বসতে না-পেরে গায়ে আগুন ধরিয়ে দিলেন উত্তরপ্রদেশের পড়ুয়া! অভিযোগ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে

দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া ফি দিতে না-পারায় কলেজ কর্তৃপক্ষ তাঁকে পরীক্ষায় বসতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তরুণ। তাঁর শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:০২
Share:

উত্তরপ্রদেশে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজ পড়ুয়ার। —প্রতীকী চিত্র।

কলেজ কর্তৃপক্ষ পরীক্ষায় বসতে না-দেওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলায়। অভিযোগ, কলেজের ফি দিতে না-পারায় তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছিল না। সেই কারণেই হতাশা থেকে ২২ বছর বয়সি ওই ছাত্র গায়ে আগুন ধরে দেন বলে জানা যাচ্ছে।

Advertisement

উজ্জ্বল রানা নামে ওই পড়ুয়া মুজফ্ফরনগরের বুধানার এক কলেজের কলা বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ফি দিতে না-পারায় কলেজ কর্তৃপক্ষ তাঁকে পরীক্ষায় বসতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তরুণ। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শহরেরই এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পড়ুয়ার শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন বলে পুলিশ সূত্রে খবর।

শনিবারের ওই ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

গত জুলাই মাসে ওড়িশার এক কলেজের ক্যাম্পাসে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। তিন দিন ভুবনেশ্বর এমসে ভর্তি থাকার পরে মৃত্যু হয়েছিল তাঁর। কলেজেরই এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের ওই ‘গা-ছাড়া মনোভাবের’ প্রতিবাদেই গায়ে আগুন ধরিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement