আলগাপুরের কলেজে ছাত্র বিক্ষোভ। মঙ্গলবার। ছবি: অমিত দাস।
কলেজ শিক্ষকদের তালাবন্দি করলেন পড়ুয়ারা। আজ এই ঘটনা ঘটেছে হাইলাকান্দির আলগাপুরের মইনুল হক চৌধুরী বিজ্ঞান কলেজে।
কলেজ সূত্রে খবর, ওই কলেজের শিক্ষকরা চাকরি নিয়মিতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু কোনও লাভ হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ কলেজ শিক্ষকরা আজ ক্লাস বয়কটের ডাক দেন। তাতে প্রচণ্ড রেগে যান পড়ুয়ারা। তাঁরা জানান, কয়েক দিনের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। ক্লাস বয়কটের জেরে তাঁদের ক্ষতি হচ্ছে। তাঁরা শিক্ষকদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।এ নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। এর পরই উত্তেজিত ছাত্ররা শিক্ষকদের কলেজে ঢুকিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন।
সারা অসম ছাত্র সংস্থার সদস্যরা সেখানে পৌঁছন। আলগাপুরের ওসি রবীন্দ্র দাসের নেতৃত্বে পুলিশও যায়। আলোচনার পর শিক্ষকদের মুক্ত করা হয়। আলগাপুর মইনুল হক বিজ্ঞান কলেজের অধ্যক্ষ দিলওয়ার আহমেদ হুসেন মজুমদার বলেন, ‘‘দু’পক্ষেরই ক্ষোভ স্বাভাবিক। শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ ছিলেন। ছাত্রদের পদক্ষেপও যুক্তিপূর্ণ।’’ সারা অসম ছাত্র সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির উপদেষ্টা নাহারুজ্জামান চৌধুরী শিক্ষকদের ক্লাস বয়কটের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘‘শিক্ষকরা ক্লাস বয়কট না করে অন্য পথে আন্দোলন করতে পারতেন।’’