Election Commission Of India

ইভিএমে এ বার থেকে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি! ভোটারদের সুবিধার জন্য সাত দফা নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

এত দিন ইভিএমে প্রার্থীদের সাদাকালো ছবি থাকত। এখন থেকে প্রার্থীদের ছবি হবে রঙিন। ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় আরও বেশি জায়গা জুড়ে থাকবে, যাতে তাঁকে সহজে চেনা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬
Share:

ইভিএমের ব্যালট কাগজে বেশ কিছু পরিবর্তন আনছে কমিশন। —ফাইল চিত্র।

এ বার থেকে নির্বাচনের সময়ে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

Advertisement

বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি মোট সাত দফা নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। কমিশনের বক্তব্য ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এত দিন ইভিএমে প্রার্থীদের সাদাকালো ছবি থাকত। এখন থেকে প্রার্থীদের ছবি হবে রঙিন। ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় আরও বেশি জায়গা জুড়ে থাকবে, যাতে তাঁকে সহজে চেনা যায়। কমিশন আরও জানিয়েছে, এ বার থেকে ইভিএমে প্রার্থীদের ক্রমিক নম্বর আরও বড় এবং স্পষ্ট হবে। প্রত্যেক প্রার্থী এবং ‘নোটা’ -র নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজে দেখতে পান।

এ ছাড়া সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষরে লেখা হবে বলে জানিয়েছে কমিশন। তাঁদের নাম একই হরফে, একই মাপে ছাপানো হবে। ছাপানো হরফে প্রার্থীদের কারও নাম ছোট, কারও বড়— এমন হবে না। এ ছা়ড়া ইভিএমের ব্যালটে কাগজের মান আরও উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যালট পেপার ছাপানো হবে ভাল মানের (৭০ জিএসএম) কাগজে। বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। বিহারের বিধানসভা নির্বাচন থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। আগামী দিনে অন্য রাজ্যের ভোটেও তা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

Advertisement

বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিস্তর বিতর্ক চলছে। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোথাও কোনও অনিয়ম ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। ওই মামলার রায় গোটা দেশে বিশেষ নিবিড় সংশোধনের জন্যই প্রযোজ্য বলে বলে জানিয়েছে আদালত। অক্টোবরে ওই মামলার ফের শুনানি রয়েছে। এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই এ বার ভোটারদের সুবিধার জন্য ইভিএমের ব্যালট পেপারে বেশ কিছু পরিবর্তন আনল কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement