CPI (ML)

‘হত্যাকাণ্ড চালাচ্ছে মোদী সরকার’! মাওবাদী সাধারণ সম্পাদক কেশব হত্যার নিন্দায় সিপিআইএমএল

সিপিআইএমএলের দাবি, মার্কসবাদ-লেনিনবাদ-মাও জ়ে দংয়ের চিন্তাধারা একটি বৈজ্ঞানিক মতাদর্শ। তা সত্যের প্রতিনিধিত্ব করে। পৃথিবীর কোনও শক্তি একে ধ্বংস করতে পারে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২২:৫১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাওবাদী চরমপন্থা নির্মূল করার নামে সিপিআই (মাওবাদী) নেতা-কর্মীদের নির্মূল করার কর্মসূচি নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ছত্তীসগঢ়ের বস্তারে যৌথবাহিনীর হানায় সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ ওরফে গগন্নার মৃত্যুতে এমনই প্রতিক্রিয়া জানাল সিপিআইএমএল।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক সময়ে বারে বারেই ‘মাওবাদী’ নির্মূল করার বার্তা দিয়েছেন। সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ ঠাকুর বিবৃতিতে বলেছেন, ‘‘সিপিআই (মাওবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড কেশব রাও এবং আরও ২৫ জন কমরেডের মৃত্যু সেই নির্মূল পদ্ধতির সর্বশেষ উদাহরণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’’

অবুঝমাঢ়ের অরণ্যে বুধবারের রক্তাক্ত সংঘর্ষের প্রসঙ্গে প্রদীপের মন্তব্য, ‘‘মার্কসবাদ-লেনিনবাদ-মাও জ়ে দংয়ের চিন্তাধারা একটি বৈজ্ঞানিক মতাদর্শ। তা সত্যের প্রতিনিধিত্ব করে। পৃথিবীর কোনও শক্তি একে ধ্বংস করতে পারে না। আশা করি আমাদের দেশের কমিউনিস্ট বিপ্লবী শক্তি মোদী-শাহ শাসনের এই আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে যথাযথ শিক্ষা নেবে। আমরা নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement