coronavirus

করোনা সংক্রমণ ঠেকাতে পুরোদস্তুর লকডাউন রাজস্থানে, বন্ধ থাকবে বিয়ের অনুষ্ঠানও

মে মাসের শেষ তারিখ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানও করা যাবে না। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২৩:৪২
Share:

ফাইল চিত্র।

করোনা সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে রাজস্থানেও। তার মোকাবিলায় ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। মে মাসের শেষ তারিখ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানও করা যাবে না। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

ভারতে করোনা সংক্রমণ তীব্র ভাবে বাড়ছে। সারা পৃথিবীতে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, পরিসংখ্যান বলছে, তার অর্ধেকই ভারতে। সারা পৃথিবীতে করোনায় মৃতের সংখ্যার চার ভাগের এক ভাগও ভারতে। এই পরিস্থিতিতে একে একে অনেক রাজ্যই হাঁটছে লকডাউনের পথে। রাজস্থানেও সেই সিদ্ধান্ত নেওয়া হল।

তবে চালু থাকবে জরুরি পরিষেবা। খাবারের দোকান বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান নিয়ে সিদ্ধান্ত এখনও জানা যায়নি। তবে খুব দ্রুতই রাজস্থানের সরকারের তরফে সেই বিষয়গুলিও পরিষ্কার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement