জীবন কেম্প্রাই অপহরণে সিবিআই তদন্তের দাবি

ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি মহেন্দ্র কেম্প্রাইয়ের দাদা জীবন কেম্প্রাইয়ের অপহরণ-কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত দাবি করল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ও এনএসইউআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:৪৪
Share:

ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি মহেন্দ্র কেম্প্রাইয়ের দাদা জীবন কেম্প্রাইয়ের অপহরণ-কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত দাবি করল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ও এনএসইউআই।

Advertisement

এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈযের হস্তক্ষেপ চেয়ে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও এনএসইউআই তাঁকে স্মারকলিপিও পাঠিয়ছে। অপহরণের পর তিন মাস সময় পেরলেও পুলিশ এখনও জীবনবাবুর খোঁজ পায়নি। এ নিয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেস ও জেলার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জীবনবাবু এখনও জীবিত রয়েছেন কি না, তা নিয়ে তাঁর পরিবারও উদ্বেগে। পুলিশের ভূমিকাতেও ক্ষুব্ধ তাঁর পরিজনরা।

ডিমা হাসাও পুলিশ দাবি করেছে, অপহৃতের উদ্ধারে পুলিশ সব রকম চেষ্টা করছে। ২৭ জানুয়ারি রাতে ডিমা হাসাও জেলার থাইজোয়ারির বাড়ি থেকে জীবন কেম্প্রাইকে বন্দুকের মুখে
অপহরণ করে ৭-৮ জন দুষ্কৃতী। তারপর থেকে জীবনবাবুর কোনও সন্ধান নেই। এই অপহরণের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে পুলিশের সন্দেহ।

Advertisement

ডিমা হাসাও জেলা যুব কংগ্রেসের সভাপতি থমসন হাসনু বলেন, ‘‘জীবন কেম্প্রাই অপহরণের তিন মাস পার হলেও জেলা প্রশাসন ও পুলিশ তাঁর সন্ধান পায়নি। তাই বাধ্য হয়ে যুব কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হস্তক্ষেপ চেয়েছে। দাবি তোলা হয়েছে সিবিআই তদন্তেরও। ডিমা হাসাও পুলিশের উপর বিশ্বাস হারিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement