Phone hacking

‘মোদীর আত্মা আদানিদের তোতায় বন্দি’! মহুয়াদের ফোন ‘হ্যাকিংয়ের চেষ্টা’ নিয়ে তোপ দাগলেন রাহুল

মঙ্গলবার সকালে প্রথম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফোন হ্যাকিংয়ের অভিযোগ করেন। মহুয়া লেখেন, অ্যাপল তাঁকে এ ব্যাপারে সতর্ক করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১২:৪৪
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৪:০১ key status

আদানি ট্যাক্সে চুরি যাচ্ছে দেশের সম্পত্তি: রাহুল

রাহুল বললেন, ‘‘দেশের মানুষের কষ্টার্জিত অর্থ আদানি ট্যাক্স হয়ে ঢুকছে আদানির পকেটে। আমরা কয়লা ব্যবহার করছি, তাতে আদানি ট্যাক্স, ট্রেনে চড়ছি, তাতে আদানি ট্যাক্সে। এ ভাবেই দেশের মানুষের অর্থ আদানির মোদী সরকারের কৌশলে গিয়ে ঢুকছে আদানির পকেটে।’’ 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৫৮ key status

‘ডরনেওয়ালে’ নয় আমরা ‘লড়নেওয়ালে’ : রাহুল

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বললেন, ‘‘দেশকে ভুয়ো স্বপ্ন দেখিয়ে চোখ বন্ধ করে রাখছেন প্রধানমন্ত্রী মোদী। এই সমস্যার কথা খুব কম লোকই বলেন। আমরা বলছি। তাই এই সব হ্যাকিং, ইডি-সিবিআই, সতর্কবার্তা আসছে। কিন্তু আমরা ভয় পাওয়ার মানুষ নই, লড়াই করব।’’   

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৫৪ key status

আদানির হাতে দেশকে তুলে দিয়েছেন মোদী: রাহুল

রাহুল বললেন, ‘‘আদানির হাতে দেশের সমস্ত জাহাজ বন্দর তুলে দিয়েছেন, সমস্ত বিমানবন্দর তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের খাবারের মূল উৎস যে কৃষিক্ষেত্র, তার আইনও বানিয়ে দেওয়া হয়েছে আদানির সুবিধা করে দিতে। পরিকাঠামো জনিত ব্যবসা তাঁর হাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তা তৈরির সিমেন্টও আদানির হাতে।  পুরো দেশটাই আদানির মতো তিন চার জনের হাতে তুলে দিচ্ছেন মোদী।’’ 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৪৬ key status

অ্যাপলের সতর্কবার্তা তোতার কাজ : রাহুল

রাহুল বললেন, বিরোধীদের নজর ঘোরাতেই এসেছে ওই সতর্কবার্তা। তাতে কী লেখা ছিল, তা-ও স্পষ্ট করে জানান রাহুল। সাংবাদিক বৈঠকে পড়ে শোনান অ্যাপলের সতর্কবার্তার বয়ান, তাতে লেখা হয়েছে— ‘‘অ্যাপল মনে করে, আপনারা রাষ্ট্রের প্ররোচিত হ্যাকারদের দ্বারা আক্রান্ত। যারা আপনার অ্যাপল আইডি দিয়ে নথিভুক্ত আইফোনের সুরক্ষা বিঘ্নিত করার চেষ্টা করছে।’’  ওই বয়ান পড়ার পর রাহুল বললেন, ‘‘এটা তোতার কাজ’’। 

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৪০ key status

যাঁরা ওই বার্তা পেয়েছেন, তাঁরা কোনও না কোনও ভাবে আদানি-আক্রমণে যুক্ত: রাহুল

রাহুল বললেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র যাঁরা অ্যাপলের তরফে ওই বার্তা পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে আদানি সংক্রান্ত আক্রমণের সঙ্গে যুক্ত। তালিকায় মহুয়া মৈত্রের বলা নামের পাশাপাশি সুপ্রিয়া সুলে, টিএস সিংহ, কে সি বেণুগোপালের নামও বললেন রাহুল। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৩৫ key status

আমার অফিসের অনেকেই পেয়েছেন এমন নোটিস: রাহুল

তাঁর অফিসের সবাই এই নোটিস পেয়েছেন বলে জানালেন রাহুল গান্ধী।  

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:২৯ key status

ফোন হ্যাকিংয়ের চেষ্টা আসলে বিরোধীদের বেপথু করার কৌশল: রাহুল

বিরোধী নেতা নেত্রীদের ফোন হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বলেছিলেন, ইন্ডিয়া জোটের অনেকেই তাঁর মতো অ্যাপলের থেকে হ্যাকিং সংক্রান্ত সতর্কবার্তা পেয়েছেন। তাঁরা কারা, তার নাম জানিয়ে মহুয়া বলেছিলেন, তিনি ছাড়া বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আরও সদস্য যেমন, প্রিয়ঙ্কা চতুর্বেদী, শশী তারুর, রাঘব চড্ডা, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি এবং পবন খেরাও অ্যাপলের সতর্কবার্তা  পেয়েছেন। এর পরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন ফোন হ্যাকিংয়ের চেষ্টা বা ওই সমস্ত সতর্কবার্তা আসলে বিরোধীদের বেপথু করার চেষ্টা। মোদী চান না, বিরোধীরা যে পথে এগোচ্ছেন সেই পথে আরও এগিয়ে যান এবং লক্ষ্যে পৌঁছন। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:২৭ key status

তোতাকে আমরা এমন ধরেছি যে পালানোর পথ নেই: রাহুল

মোদীর প্রাণ গচ্ছিত আদানি তোতায়, দাবি করে রাহুল গান্ধী বললেন, ‘‘এই তোতাপাখিকে আমরা এমন ভাবে ঘিরেছি, যে আর সে পালানোর জায়গা পাচ্ছে না। আর সেই জন্যই বিরোধীদের মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। যাতে খাঁচায় বন্দি তোতার দিকে তাদের নজর না যায়।’’ 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:২১ key status

ভারতের নম্বর ওয়ান আসলে প্রধানমন্ত্রী মোদী নন: রাহুল

কংগ্রেস সাংসদ রাহুল বললেন, ‘‘এত দিন আপনারা কী জানতেন? ভারতের নম্বর ওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নম্বর টু অমিত শাহ। তাই তো? কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ভারতের নম্বর ওয়ান আসলে আদানি। মোদী নম্বর টু। নম্বর থ্রি হচ্ছেন শাহ।’’ রাহুল জানালেন দেশের রাজনীতির নিউক্লিয়াসটি কোথায় তা তিনি বুঝতে পেরেছেন। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:২০ key status

তোতাকে ছুঁলেই ইডি-সিবিআই: রাহুল

রাহুল বললেন, ‘‘এই সমস্ত ফোন হ্যাকিংয়ের চেষ্টা, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর কারণ আসলে আদানি। কারণ বিরোধীরা এখন সঠিক জায়গায় তির তাক করছে। দেশের রাজনীতির গোপন সত্য বুঝতে পেরেছে বিরোধীরা। রাজার তোতাকে ছোঁয়া হয়েছে। আর তার জন্যই এই হ্যাকিং, আড়ি পাতা আর ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা।’’

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:১০ key status

বিরোধীদের আক্রমণ এত দিন সঠিক নিশানায় হয়নি: রাহুল

রাজা এবং তোতাপাখির গল্প শুনিয়ে রাহুল বললেন, বিরোধীরা এত দিন ভুল নিশানায় আক্রমণ করছিলেন। তাঁরা ‘রাজা’ অর্থাৎ নরেন্দ্র মোদীকে আক্রমণ করছিলেন। কিন্তু রাহুলের বক্তব্য, ‘‘রাজা তো রাজা নন। তাঁর হাতে ক্ষমতাই নেই। তাঁর ক্ষমতা লুকিয়ে রাখা আছে আদানির মধ্যে। সেইখানে আক্রমণ শানাতেই বিপদঘণ্টি বেজেছে। তাই এই সমস্ত গোলমাল করে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।’’   

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:০৩ key status

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতাপাখির মধ্যে: রাহুল

আইফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এক রাজার কাহিনি শোনালেন রাহুল গান্ধী। তবে সেই ‘রাজকাহিনি’ বদলে গেল ‘তোতাকাহিনি’তে। রাহুল বললেন, রাজার প্রাণভোমরা লুকিয়ে ছিল তোতাপাখির মধ্যে। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণভোমরা রয়েছে আদানি নামের তোতাপাখির মধ্যে। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১২:৫৪ key status

আদানিরা সঙ্কটে বলেই নজর ঘোরাতে এ সব করা হচ্ছে: রাহুল

আদানিরা বিরোধীদের আক্রমণে সঙ্কটাপন্ন বলেই নজর ঘোরাতে চাইছে কেন্দ্র, দাবি রাহুলের। 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১২:৪৯ key status

মোদী সরকার গোয়েন্দাগিরি করছে: রাহুল

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১২:৪৬ key status

রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক শুরু

মহুয়া মৈত্রের মতোই ফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ আনলেন রাহুল গান্ধীও। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement