মনমোহনের জন্মদিনে কটাক্ষ ‘মোদীনমিক্স’কে

দেশ গঠন, উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া আর অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য মনমোহনের প্রশংসা করে সনিয়া বলেন, ‘‘আজকের দিনের শাসকদের মনমোহন সিংহের প্রজ্ঞা থেকে শেখা উচিত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৫
Share:

এক মঞ্চে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

ন’দিন আগেই জন্মদিন গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর আজ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ৮৭-তম জন্মদিন। মনমোহনকে শুভেচ্ছা জানিয়ে মোদীর অর্থনীতি নিয়েই দিনভর সরব হলেন কংগ্রেস নেতারা।

Advertisement

প্রথম কটাক্ষটি এল কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধীর থেকে। দেশ গঠন, উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দেওয়া আর অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য মনমোহনের প্রশংসা করে সনিয়া বলেন, ‘‘আজকের দিনের শাসকদের মনমোহন সিংহের প্রজ্ঞা থেকে শেখা উচিত।’’ তিহাড় জেলে বন্দি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম পরিবারের সদস্যদের দিয়ে টুইট করালেন, ‘‘সরকারি মনোভাবের মৌলিক ত্রুটিটি হল, তারা এখনও বুঝতে পারেনি, অর্থনৈতিক ঝিমুনির কারণ কী। চাহিদার অভাব ও রোজগার, ভাতা, সুযোগ নিয়ে বাড়তে থাকা হতাশা। সরকারের কাছে আমি দাবি করছি, প্রাজ্ঞ মনমোহন সিংহের কথা শুনুন। যদি কেউ দেশের বর্তমান আর্থিক ঝিমুনি থেকে বের করার পথ দেখাতে পারেন, তিনি মনমোহন সিংহই।’’

মার্কিন মুলুক থেকেই মোদী সকালে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানান মনমোহনকে। টুইটে লেখেন, ‘‘আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জন্মদিনে শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করি।’’ কিন্তু ‘মনমোহনমিক্স’-এর সঙ্গে ‘মোদীনমিক্স’-এর তুলনা টেনে কংগ্রেস যে ভাবে সকাল থেকে প্রচার শুরু করেছে, তার মোকাবিলায় বিজেপিও আজ দিনভর নেট-দুনিয়ায় অর্থনীতির সাফল্যের কথা মেলে ধরল। তারা দাবি করল, ‘‘গোটা বিশ্বের অর্থনীতি ঝিমিয়ে পড়লেও ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত হারে বাড়ছে।’’

Advertisement

কংগ্রেস পাল্টা বলেছে, লাগাতার মিথ্যা বলতে লজ্জা হয় না? দেশের অর্থনীতি নিয়ে একটি ভিডিয়োও প্রকাশ করে কংগ্রেস। রাহুল সেটিকে টুইট করে বলেন, ‘‘মনমোহন সিংহের অবদানকে স্বীকার করা উচিত।’’ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও মনমোহনকে ‘বড় মাপের অর্থনীতিবিদ’ অ্যাখ্যা দিয়ে ভারতের আর্থিক ছবি বদলানোর প্রশংসা করেন। বিকালে এআইসিসি দফতরে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে সম্প্রতি বেকারত্ব ও শিক্ষার বেহাল দশা নিয়ে প্রকাশিত দু’টি রিপোর্ট সামনে আনেন। রণদীপের কটাক্ষ, ‘‘হাউডি শিক্ষা ও রোজগার?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন