লোকসভাতেও নজরদারি! অভিযোগ কংগ্রেসের

বিরোধী নেতাদের ফোনে আড়িপাতার অভিযোগ তো আকছারই ওঠে। এ বার সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার ভিতরেই বিরোধীদের উপর সরকারের পক্ষের নজরদারির অভিযোগ তুলল কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৩:১২
Share:

মল্লিকার্জ্জুন খড়্গে। ফাইল চিত্র।

বিরোধী নেতাদের ফোনে আড়িপাতার অভিযোগ তো আকছারই ওঠে। এ বার সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার ভিতরেই বিরোধীদের উপর সরকারের পক্ষের নজরদারির অভিযোগ তুলল কংগ্রেস।

Advertisement

আজ প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ এনে লোকসভার সদস্যদের চমকে দেন কংগ্রেস নেতা মল্লিকার্জ্জুন খড়্গে। তিনি বলেন, ‘‘অফিসারদের গ্যালারি থেকে এক জন আমলা মাঝে মাঝেই উঠে দাঁড়িয়ে বিরোধী নেতারা কে কে এসেছেন, তা দেখছেন। কে কী বলছেন, লিখে রাখছেন।’’ তাঁর প্রশ্ন, লোকসভায় দাঁড়িয়ে এ কাজ আদৌও অনুমতিযোগ্য কিনা।

এ নিয়ে হইচই শুরু হলে স্পিকার সুমিত্রা মহাজন বলেন, ‘‘আমার আসন থেকে কিছুই দেখতে পাচ্ছি না। ওই অফিসার কী লিখছিলেন, তা-ও জানি না। খতিয়ে দেখব।’’ পরিস্থিতি সামলাতে মুখ খোলেন সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। জানান, ‘‘ওই ব্যক্তি সংসদীয় দফতরের কর্মী। সরকারি অফিসারদের বসার নির্দিষ্ট জায়গাতেই তিনি বসেছিলেন।’’ খড়্গের জবাব, ‘‘অফিসাররা বসতেই পারেন। কিন্তু উঁকি মেরে দেখতে কিংবা নোট নিতে পারেন না।’’

Advertisement

অভিযোগ উঠতেই ওই অফিসার গ্যালারি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বিষয়টি স্পিকারের নজরে এনে কংগ্রেস নেতা বলেন, ‘‘অভিযোগ জানাতেই ওই ব্যক্তি গ্যালারি ছেড়ে চলে গেলেন কেন?’’ তখন মুখ খোলেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কংগ্রসকে কটাক্ষ করে বলেন, ‘‘লোকসভায় কী হচ্ছে, টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার হচ্ছে। এ জন্য আলাদা করে কিছু লিখে নিতে হয় না। এখানে চোখ টিপলেও দেখা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন