জনতার ‘দিল’ জানবে কংগ্রেস

লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহার কেমন হবে, তা ঠিক করতে আম জনতার হৃদয়ের কথা শুনবেন রাহুল। তার জন্য একটি ওয়েবসাইট চালু করা হবে আগামিকাল। ইস্তাহার তৈরির দায়িত্বে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, সোমবার বেলা সাড়ে বারোটায় এই ওয়েবসাইট চালু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৩:৪৩
Share:

নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর টক্কর নিতে আসছে রাহুল গাঁধীর ‘দিল কি বাত’!

Advertisement

লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহার কেমন হবে, তা ঠিক করতে আম জনতার হৃদয়ের কথা শুনবেন রাহুল। তার জন্য একটি ওয়েবসাইট চালু করা হবে আগামিকাল। ইস্তাহার তৈরির দায়িত্বে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, সোমবার বেলা সাড়ে বারোটায় এই ওয়েবসাইট চালু হবে। সেখানে মানুষের মনের কথা জেনে নিয়ে তার ভিত্তিতে ইস্তাহার তৈরি হবে কংগ্রেসের। রাহুল বলে থাকেন যে, ‘‘প্রধানমন্ত্রী মনের কথা বলেন। কিন্তু সে মনে শুধু নীরব মোদী, মেহুল চোক্সী, ললিত মোদী, বিজয় মাল্য, অনিল অম্বানীরাই রয়েছেন। কিন্তু কংগ্রেস আপনাদের হৃদয়ের কথা শুনতে চায়।’’ ওয়েবসাইটের মাধ্যমে রাহুল সেই কথা শোনার ব্যবস্থা করলেন এ বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement